মঙ্গলবার সকালে আম আদমি পার্টি নেতা এবং দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজের বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযোগ, তাঁর মন্ত্রিত্বকালে হাসপাতাল নির্মাণ প্রকল্পে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে।
সূত্র জানায়, রাজধানীতে অন্তত ১৩টি স্থানে একযোগে তল্লাশি চলছে। কেলেঙ্কারির পরিমাণ প্রায় ৫,৫৯০ কোটি টাকা। ২০১৮-২০১৯ সালে আপ সরকারের সময়ে ২৪টি হাসপাতাল নির্মাণের জন্য ৫,৫৯০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী, আইসিইউ হাসপাতাল ৬ মাসে তৈরি হওয়ার কথা থাকলেও তিন বছর পরও কাজ শেষ হয়নি।
প্রকল্পে ইতিমধ্যে ৮০০ কোটি টাকা খরচ হলেও মাত্র ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে অভিযোগ। এলএনজেপি হাসপাতালের নির্মাণ ব্যয় ৪৮৮ কোটি টাকা থেকে বেড়ে ১,১৩৫ কোটি টাকায় পৌঁছেছে, অথচ কাজের অগ্রগতি প্রায় স্থবির।
অভিযোগ আরও উঠেছে যে, অনেক স্থানে যথাযথ অনুমোদন ছাড়াই কাজ শুরু করা হয়েছিল এবং ঠিকাদারদের ভূমিকা সন্দেহজনক। এছাড়া হসপিটাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (HIMS) ২০১৬ সাল থেকে ঝুলে আছে, ইচ্ছে করেই বিলম্ব করা হয়েছে বলে অভিযোগ। এই মামলায় শুধু সৌরভ ভরদ্বাজ নন, আপ নেতা সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধেও তদন্ত চলছে।
আপ নেতা মণীশ সিসোদিয়ার দাবি, যে সময়ে এই প্রকল্প হয়েছে, তখন সৌরভ ভরদ্বাজ স্বাস্থ্যমন্ত্রী ছিলেন না। এই মামলা সম্পূর্ণ মিথ্যা। সত্যেন্দ্র জৈনের ক্ষেত্রেও ভুয়ো মামলা দেওয়া হয়েছিল, এবারও তাই হচ্ছে।
