চেন্নাইয়ের এক ভিডিয়োকে কেন্দ্র করে এবার তীব্র সমালোচনা শুরু হল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, এক পুলিশকর্মী এক মহিলাকে বলছেন “রাত ১২টার পর এইভাবে বেরোলে হয়রানি হতে হয়।”
ঘটনাটি ঘটেছে তিরুভান্মিয়ুর এলাকায়। ওই মহিলা প্রায় ২০ বছর ধরে নিজের রাস্তায় পথকুকুরদের খাওয়াচ্ছেন। সেদিন রাতেও খাবার দিতে বেরোলে দুই পুলিশকর্মী তাঁকে থামান। তাদের মধ্যে একজন, কার্তিক নামে এক কনস্টেবল, মহিলার এই কাজে আপত্তি জানান। তিনি বলেন, টানা চার দিন খাবার না দিলে কুকুরগুলো “আপনা আপনি আসা বন্ধ করে দেবে।”
বিতর্ক বাড়তে থাকলে মহিলা ও ওই পুলিশকর্মী দু’জনেই মোবাইলে ভিডিয়ো করতে শুরু করেন। সেই ভিডিয়োতেই শোনা যায়, কনস্টেবল কার্তিক মহিলাকে বলেন, “রাত ১২টার পর এমনভাবে বেরোলে হয়রানি হয়।” এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকেই অভিযোগ তুলেছেন, এটি সরাসরি ভিকটিম-ব্লেমিং বা ভুক্তভোগীকেই দোষারোপ করার উদাহরণ।
তিরুভান্মিয়ুর থানার পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে। তবে কার্তিক দাবি করেছেন, তিনি আসলে “হয়রানি” নয়, “অ্যারেস্ট” শব্দটি ব্যবহার করেছিলেন। তদন্তকারী আধিকারিকদের কাছে তাঁর বক্তব্য, তিনি শুধু ওই মহিলাকে মধ্যরাতের পর বাইরে না বেরোতে পরামর্শ দিয়েছিলেন, কারণ, বেরোলে তাঁকে গ্রেফতার করা হতে পারে।
তবে ভিডিয়োতে স্পষ্টভাবে “হয়রানি” শব্দটাই শোনা গিয়েছে। তবুও কার্তিকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনাটি পুলিশ বিভাগের পক্ষ থেকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ ওই মহিলার।
Chennai police
harassment remark
victim blaming
stray dogs
Thiruvanmiyur incident
late night
controversy
