ভারতীয় নৌবাহিনীতে একই সঙ্গে যোগ দিল দুটি নতুন যুদ্ধ জাহাজ। মঙ্গলবার বিশাখাপত্তনমে একটি অনুষ্ঠানে নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস হিমগিরি এবং আইএনএস উদয়গিরি। এই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশের ইতিহাসে একই দিনে দুটি যুদ্ধ জাহাজের বাহিনীতে যোগ দেওয়ার ঘটনা এই প্রথম।
জানা গিয়েছে, আইএনএস হিমগিরি এবং আইএনএস উদয়গিরি অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন স্টিলথ ফ্রিগেট বা যুদ্ধজাহাজ।
প্রজেক্ট ১৭এ -এর অধীনে এই দুই যুদ্ধজাহাজ তৈরি হয়েছে।
আইএনএস হিমগিরি তৈরি করেছে কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। আইএনএস উদয়গিরি তৈরি করেছে মুম্বইয়ের মাজাগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেডে।
হিমগিরি ও উদয়গিরির নৌ বাহিনীতে অন্তর্ভুক্তির জেরে ভারত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে। এই দুই যুদ্ধজাহাজ তৈরি হয়েছে প্রায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। যা বর্তমান কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভর ভারত গড়ার অন্যতম পদক্ষেপ।
জানা গিয়েছে, উদয়গিরি ১৪৯ মিটার লম্বা। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫২ কিলোমিটার। এই যুদ্ধজাহাজ একসঙ্গে ৪৮ টি বারাক-৮ মিসাইল এবং ৮ টি ব্রহ্মস সুপারসনিক মিসাইল বহনে সক্ষম। একইসঙ্গে এই যুদ্ধজাহাজ দুটি হেলিকপ্টার নিয়েও চলতে পারবে। ডিজেল এবং টারবাইন দুই পদ্ধতিতে চালু রাখা যাবে ইঞ্জিন।
একই রকম সক্ষম হিমগিরিও। তবে হিমগিরি সর্বোচ্চ ৩২ টি বারাক-৮ মিসাইল এবং ৮টি ব্রহ্মস সুপারসনিক মিসাইল বহনে সক্ষম। প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যেও হিমগিরি তার কাজ চালিয়ে যেতে পারবে। এই দুই যুদ্ধ জাহাজ মিসাইল ছাড়াও অন্যান্য যুদ্ধাস্ত্রও বহনে সক্ষম। বিশেষজ্ঞরা মনে করছেন, এই দুই যুদ্ধজাহাজের অন্তর্ভুক্তিতে ভারতীয় নৌবাহিনীর শক্তি অনেকটাই বাড়ল। বিশেষ করে ভারত মহাসাগরীয় অঞ্চলে চিনের আগ্রাসন যখন ক্রমশই বাড়ছে তখন পাল্টা জবাব দিতে এই দুই রণতরী বিশেষ কার্যকর হবে।