দিনে মশা আর রাতে মছি। একসময় কলকাতার এই বদনাম থাকলেও এখন মশা-মাছির উপদ্রব গোটা রাজ্য জুড়েই। অন্তত রাজ্য কংগ্রেসের সদর দফতর থেকে নবান্নে পৌঁছে যাওয়া চিঠিতে এমনটাই অভিযোগ করা হয়েছে। পশ্চিমবঙ্গে ভেক্টর-বাহিত রোগ নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ করার জন্য মুখ্যমন্ত্রীকে মঙ্গলবারই চিঠি লিখেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
এই চিঠিতে তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ডেঙ্গি, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো ভেক্টর-বাহিত রোগ ভয়াবহ আকার ধারণ করছে। তাঁর দাবি, গত কুড়ি দিনে ১৫০০-রও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মুর্শিদাবাদ জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। যদিও এ মুহূর্তে আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম বলে উল্লেখ করে দুই বছর আগে আক্রান্তের সংখ্যা এক লক্ষ ছাড়িয়েছিল বলে স্মরণ করিয়ে দিয়েছেন।
বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে জল জমে থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে দ্রুত মশার প্রজনন ঘটে চলেছে বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি। কলকাতা কর্পোরেশনের সাম্প্রতিক সমীক্ষা অনুসারে ১১টি ওয়ার্ডের ৫০টি রাস্তা ম্যালেরিয়া প্রবণ বলেও উল্লেখ করেছেন তিনি।
চিঠিতে জলাবদ্ধতার মূল কারণ নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কর্পোরেশন, পুরসভা ও পঞ্চায়েতকে অবিলম্বে নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহারে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
