এবার আন্দোলনের পথে মিড ডে মিলের কর্মীরা। তাঁদের অভিযোগ দিনের পর দিন বঞ্চনা শিকার হচ্ছেন তাঁরা। সরকার মুখ তুলে চাইছে না। বিভিন্ন ক্লাবে হাজার হাজার টাকা অনুদান দিচ্ছে সরকার। কিন্তু মিড ডে মিল প্রকল্পে নজর নেই। মঙ্গলবার নবান্ন অভিযানে শামিল হন মিড ডে মিলের কর্মীরা। কিন্তু যাওয়ার পথেই পুলিশ তাঁদের আটকে দেয়। ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।
মিড ডে মিল রন্ধনকর্মীরা তাঁদের বঞ্চনার প্রতিবাদে নবান্ন অভিযান করেন। তাঁরা অভিযোগ করেন বারো মাস তাঁদের খাটিয়ে দশ মাসের বেতন দেওয়া হয়। যেখানে দুর্গাপুজোর ক্লাবগুলিকে লাখ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কেন তাঁরা পরিশ্রম করেও বঞ্চিত থাকবেন?
সেই অভিযোগ করে তাঁরা কলকাতার রাজপথে অবস্থান বিক্ষোভ করে। পাশাপাশি তাঁরা অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার যেভাবে বঞ্চনা করছে ঠিক একইভাবে রাজ্য সরকারও সমানভাবে তাঁদের সঙ্গে বঞ্চনা করছে। তাই অবিলম্বে তাদের দাবি পূরণ করতে হবে, না হলে তারা বৃহত্তর আন্দোলন করবে বলে হুঁশিয়ারি দেন।
তবে পুলিশ তাঁদের ব্যারিকেড দিয়ে নবান্নের অনেক আগেই ধর্মতলায় আটকে দেয়।
