গ্রেটার নয়ডায় নিক্কি ভাটি কাণ্ডে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, মৃত গৃহবধূর স্বামী বিপিনের ছিল বিবাহ বহির্ভূত সম্পর্ক। এমনকী, বিপিনের সেই প্রেমিকাও ২০২৪ সালে বিপিনের বিরুদ্ধে গ্রেটার নয়ডা থানায় হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন।
জানা গিয়েছে, গ্রেটার নয়ডার এক রাস্তায় বিপিনকে ওই তরুণীর সঙ্গে হাত ধরে ঘুরতে দেখেছিলেন নিক্কি এবং তাঁর দিদি কাঞ্চন। সে সময় নিজেকে বাঁচাতে বিপিন ওই তরুণীকে রাস্তাতেই বেধড়ক মারধর করে। সে স্ত্রীকে দেখাতে চেয়েছিল, ওই তরুণীকে সে আদৌ চেনে না। তরুণী জোর করে তার হাত ধরেছে। ঘটনার জেরে ওই তরুণী বিপিনির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। গত শুক্রবার পণ নিয়ে নিক্কির সঙ্গে তার স্বামী ও শাশুড়ির তীব্র অশান্তি হয়। অভিযোগ, সে সময় নিক্কিকে মারধর করে জীবন্ত অবস্থায় তার গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন বিপিন। ইতিমধ্যেই বিপিনকে গ্রেফতার করেছে পুলিস। নিক্কিকে বিপিনই খুন করেছে, একথা পুলিসকে স্পষ্ট জানিয়েছেন তার দিদি কাঞ্চন এবং নিক্কির ৬ বছরের ছেলে।
প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছে, ভাটিদের বাড়িতে নিয়মিতই অশান্তি হত। নিক্কি এবং তার দিদিকে তাদের বাপের বাড়ি থেকে টাকা-পয়সা ও যৌতুক আনার জন্য প্রবল চাপ দিতেন বিপিন ও তার দাদা রোহিত। দুই ভাইকে মদত জোগাতেন তাদের মা-বাবা। দুই ভাই নিয়মিতই তাদের স্ত্রীদের মারধর করত। দুই ভাইই ছিল মদ্যপ। নিক্কির মৃত্যুর ঘটনায় বিপিন, রোহিত, তাদের মা বাবা ও এক ভাইকেও গ্রেফতার করেছে পুলিস। ঘটনার তদন্ত চলছে।