রাজস্থানের জয়সলমেরে জুরাসিক যুগের বিরল মেরুদণ্ডী প্রাণীর জীবাশ্ম আবিষ্কার করলেন ভূতত্ত্ববিদরা। এর মধ্যে রয়েছে একখানা কঙ্কাল এবং একটি ডিম, যা সম্ভবত ডাইনোসরেরও হতে পারে বলে মনে করা হচ্ছে। এই আবিষ্কার পশ্চিম রাজস্থানের প্রাগৈতিহাসিক পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে নতুন তথ্য সামনে আনছে।
প্রাথমিক বিশ্লেষণে জানা গেছে, জীবাশ্মগুলো ফাইটোসরের, এক প্রজাতির কুমিরের মতো সরীসৃপ, যারা প্রায় ২১ কোটি বছর আগে জঙ্গল ও নদীর ধার ঘেঁষা অঞ্চলে বাস করত। ভারতে এই প্রথম জুরাসিক শিলাস্তর থেকে ফাইটোসরের জীবাশ্ম পাওয়া গেল। আর এই আবিষ্কার নিঃসন্দেহে দেশের জীবাশ্মবিদ্যার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
জীবাশ্মগুলো বালুকাশ্ম শিলাস্তরে চাপা পড়ে ছিল। গবেষকরা জানিয়েছেন, এর মধ্যে হয়তো আরও কিছু প্রাগৈতিহাসিক সরীসৃপের অংশ পাওয়া যেতে পারে। যে কঙ্কালটি উদ্ধার হয়েছে তার দৈর্ঘ্য প্রায় ১.৫ থেকে ২ মিটার। কঙ্কালের বাঁদিকের অংশে একটি ডিমও মিলেছে, যা এই আবিষ্কারকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।
ভূতত্ত্ববিদ ও রাজস্থানের প্রবীণ ভূগর্ভস্থ জলবিজ্ঞানী নারায়ণ দাস ইনিখিয়া জানিয়েছেন, “এই জীবাশ্মগুলো পশ্চিম রাজস্থানের জুরাসিক যুগের পরিবেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র দিচ্ছে। বিস্তারিত গবেষণা ও কার্বন ডেটিং শেষ হলে নিশ্চিতভাবে বলা যাবে, এগুলো ডাইনোসরের অবশেষ কি না।”
স্থল থেকে প্রাপ্ত ছবিতে দেখা গেছে, বিশাল জীবাশ্মের টুকরোগুলো গবেষকরা অত্যন্ত সতর্কতার সঙ্গে পরীক্ষা ও নথিভুক্ত করছেন। স্থানীয় প্রশাসন ও বৈজ্ঞানিক মহল মিলে এখন এই জীবাশ্ম সংরক্ষণ এবং আরও খননের পরিকল্পনা করছে।
এই চাঞ্চল্যকর আবিষ্কার ঘিরে ভূতত্ত্ববিদ, ইতিহাসবিদ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। আবারও নতুন আলোয় উঠে এল মরুভূমির বুকে লুকিয়ে থাকা জয়সলমেরের প্রাচীন রহস্য।
L