সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে এশিয়া কাপ শুরু হতে বাকি এখনও কিছুদিন। এদিকে তার আগেই প্রতিযোগিতার জন্য ভারতীয় দল নির্বাচন নিয়ে প্রবল অসন্তোষ দেখা দিয়েছে গোটা ক্রিকেট বিশ্বজুড়ে। ১৫ জন সদস্যের স্কোয়াডে যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়স আইয়ারের না থাকা নিয়ে প্রতিক্রিয়া আসছে দেশের বাইরে থেকেও। আর এতেই চটেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল মনোহর গাভাসকর। তাঁর মতে, এই বিষয়ে ভারতীয় নেটিজেনদের তর্ক বিতর্ক মেনে নেওয়া যায়। কিন্তু বাইরের লোক কেন নাক গলাবে?
সম্প্রতি ঘোষণা করা হয়েছে আসন্ন এশিয়া কাপে ভারতের ১৫ জনের দল। টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল সরাসরি সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন এই দলে। অন্যদিকে বাদ পড়েছেন গত আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকা শ্রেয়স আইয়ার এবং যশস্বী জয়সওয়াল। যা নিয়ে মুখ খুলেছেন অন্যান্য দেশের প্রাক্তন ক্রিকেটাররাও। কিন্তু বিষয়টি মোটেই ভালোভাবে নিচ্ছেন না লিটল মাস্টার। ভারতীয় ক্রিকেটের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশের প্রাক্তনীদের মাথাব্যথা দেখে কার্যত অবাক হয়ে গিয়েছেন তিনি।
নিজের সেই বিরক্তি লুকিয়ে রাখেননি গাভাসকর। বরং একটি গণ মাধ্যমে নিজের কলামে তিনি লিখেছেন, যদি ভারতীয় মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং বিশেষজ্ঞদের মধ্যে এশিয়া কাপের দল নিয়ে বিতর্ক না থাকত, তা হলে অবশ্যই তিনি অবাক হতেন। কিন্তু দেশের বাইরের প্রাক্তন ক্রিকেটাররাও এই বিতর্কে জড়িয়ে পড়ছেন, এই বিষয়টি তাঁর কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়। লেখেন, “বিস্ময়কর ব্যাপার হল, ভারতীয় ক্রিকেটে যাদের কোনও ভূমিকা নেই, এবং এ সম্পর্কে জ্ঞানও কম, তারা বিতর্কে জড়িয়ে আগুনে ঘি ঢালছে। তারা যতই দুর্দান্ত খেলোয়াড় হোক না কেন, ভারতীয় দল নির্বাচন তাদের বিষয় নয়।”
কেন এ ধরণের ঘটনা ঘটেছে তার ব্যখ্যাও দিয়েছেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার। লিখেছেন, “আজ, পাবলিক মিডিয়ার যুগে, যেখানে ভিউ এবং ফলোয়ার বৃদ্ধিই মূল উদ্দেশ্য, সেখানে ভিউয়ারের সংখ্যা বাড়ানোর দ্রুততম উপায়গুলির মধ্যে একটি হল ভারতের অভ্যন্তরীণ বিষয়গুলিতে মন্তব্য করা। আর বেশিরভাগ ক্ষেত্রেই তারা নেতিবাচক মন্তব্য করে। ফলে ভারতীয় নেটাগরিকদের থেকে প্রচুর প্রতিক্রিয়া পাওয়া যায়। যা তাদের ফলোয়ারের সংখ্যাও বৃদ্ধি করে।” আরও যোগ করেছেন, “যদি তোমার চামড়া মোটা হয়, তা হলে তো আরও ভাল। এই কারণেই অনেক বিদেশিরা ভারতীয় ক্রিকেট এবং ক্রিকেটারদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মাধ্যমে অর্থ উপার্জন করে চলেছে।”
গাভাসকর তাই বিদেশের প্রাক্তনীদের পরামর্শ দিয়েছেন তাঁরা যেন কেবলমাত্র নিজেদের দেশের ক্রিকেটেই সীমাবদ্ধ থাকেন। তিনি লেখেন, তাদের উচিত তাদের দেশের ক্রিকেটের উপর মনোযোগ দেওয়া। আর ভারতীয় ক্রিকেট নিয়ে আমাদের অর্থাৎ ভারতীয়দের চিন্তা করতে দেওয়া। আশ্চর্যজনকভাবে, যখন তাদের দেশের দল নির্বাচন করা হয়, তখন তাদের কাছ থেকে সেই নির্বাচন সম্পর্কে খুব কম কিছুই শোনা যায়।” এর পাশাপাশি ভারতীয় মিডিয়ার দিকেও আঙুল তুলেছেন গাভাসকর। তাঁর কথায়, ” এর জন্য একটু হলেও ভারতীয় মিডিয়া দায়ী। কারণ তারা বিদেশি ক্রিকেটারদের গিয়ে ভারতীয় ক্রিকেট সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। বিদেশ সফরে ভারতীয় মিডিয়াকে এমন প্রাক্তনীদের পিছনেও ছুটতে দেখা যায় যাঁদের কথাকে গুরুত্ব তাঁদের নিজেদের দেশও দেয় না।”
গাভাস্কারের অভিযোগ, “বিষয়টি প্রায় এমন যেন ভারতীয় ক্রিকেট এবং এর ক্রিকেটারদের বৈধতা বিদেশী খেলোয়াড়দের কাছ থেকে না নিলে চলবে না।” এরই সঙ্গে এশিয়া কাপের দল নির্বাচন নিয়ে আরও লিখেছেন, “মনে হচ্ছে, একটি দুর্দান্ত দল গঠন করা হয়েছে। বাইরের কারও কোনও কথা বলাই সাজে না। তা হলে ভারতীয় দল নির্বাচন নিয়ে তারা কেন নাক গলাবে? আপনি কি কখনও ভারতের প্রাক্তন ক্রিকেটারদের অন্য দেশের দল নির্বাচন নিয়ে কথা বলতে শুনেছেন? না, আমরা শুধুমাত্র আমাদের নিজস্ব বিষয়গুলি নিয়েই ভাবি। অন্য দলে কাকে বেছে নেওয়া হচ্ছে তা নিয়ে সত্যিই মাথা ঘামাতে পারি না।”