ঘোর বিপদে ভারতীয় ফুটবল। ৩ বছরে এই নিয়ে দ্বিতীয়বার ফিফার নির্বাসনের মুখে তারা। জানা যাচ্ছে, ফিফা (FIFA) এবং এএফসি (AFC) -এর তরফে চিঠি দেওয়া হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (AIFF)। তাদের তরফে বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা। এই সময়ের মধ্যে ফেডারেশন নির্বাচন সম্পন্ন না করতে পারলে দেওয়া হয়েছে নির্বাসনের হুমকি।
মঙ্গলবার মধ্যরাতে ফিফা এবং এএফসি’র তরফে চিঠি পাঠানো হয়েছে ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকে। চিঠিতে বলা হয়েছে, নতুন সংবিধান চূড়ান্ত করা এবং রূপায়ণে বারংবার দেরি হওয়ায় ফিফা ভীষণ চিন্তিত। বিষয়টি গত ২০১৭ সালে সুপ্রিম কোর্টে ওঠার পর থেকেই ঝুলে রয়েছে। এই অবস্থায় এআইএফএফ’কে বার বার অনুরোধ করা সত্ত্বেও স্বচ্ছ প্রশাসনিক কাঠামো তৈরি করা হয়নি। যার ফলে ভারতীয় ফুটবলে আইনি অনিশ্চয়তা এবং এক অসহনীয় শূন্যতা তৈরি হয়েছে বলে অভিযোগ ফিফার।
এ হেন পরিস্থিতিতে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত সর্বভারতীয় ফেডারেশনকে সময় দিচ্ছে ফিফা এবং এএফসি। হয় এর মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সংবিধান চূড়ান্ত করে নির্বাচন সম্পন্ন করতে হবে। নয়ত পড়তে হতে পারে শাস্তি মুখে। শাস্তি হিসেবে সম্ভাব্য নির্বাসনের ইঙ্গিতও দেওয়া হয়েছে উক্ত চিঠিতে। জানা গিয়েছে, এই চিঠিতে সই করেছেন ফিফার সদস্য দেশগুলির মুখ্য আধিকারিক এলখান মামাদভ এবং এএফসি’র সদস্য দেশগুলির ডেপুটি জেনারেল সেক্রেটারি ভাহিদ কারদানি।
ফেডারেশনের সংবিধান সংক্রান্ত মামলাটি গত ২০১৭ থেকেই চলছে শীর্ষ আদালতে। সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়েছে, তাদের রায় তৈরি করা হয়ে গিয়েছে। তবে দেশের নয়া ক্রীড়া আইন মেনে যাতে এই সংবিধান তৈরি করা হয়, সে কারণেই পিছিয়ে দেওয়া হয়েছে রায়দান। এ দিকে আপাতত ফিফার পাঠানো চিঠি কল্যাণ চৌবে সুপ্রিম কোর্টেই পাঠাবেন বলে জানা গিয়েছে। এর পর জানানো হবে কেন্দ্রীয় ক্রীড়া এবং যুবকল্যাণ মন্ত্রককে।
AIFF, President Kalyan Chaubey, FIFA, AFC, FIFA Ban, Supreme Court of India