মঙ্গলবারই ঢাকার পিলখানার বিজিবি সদর দফতরে শুরু হয়েছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মধ্যে ৪ দিনের মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন। বিএসএফ’র ডিরেক্টর জেনারেল দলজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল এতে অংশ নিয়েছে। ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফ’র শীর্ষ আধিকারিকরা ছাড়াও ভারতের স্বরাষ্ট্র, বিদেশ মন্ত্রক এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারাও রয়েছেন।
অন্যদিকে সম্মেলনে বিজিবি মহা পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করেছে। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তারা ছাড়াও প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, সড়ক বিভাগ, ভূমি জরিপ অধিদপ্তর, যৌথ নদী কমিশন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করছেন।
সম্মেলনে-সীমান্ত হত্যা, পুশ ইন ও অবৈধ অনুপ্রবেশ রোধ, অস্ত্র-গোলাবারুদ ও অন্যান্য চোরাচালান রোধ করা সহ বিভিন্ন আন্ত:সীমান্ত অপরাধ দমন নিয়ে আলোচনা চলবে বলে বিজিবির তরফে জানানো হয়েছে।পাশাপাশি ভারত ও বাংলাদেশ সম্পর্কে অপপ্রচারের কারণে সীমান্তে হওয়া উত্তেজনা প্রশমনে উদ্যোগ নেওয়ার পাশাপাশি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয় এবং সীমান্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে। আগামী ২৮ আগস্ট সকালে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।
Leave a comment
Leave a comment