বার বার একই কথা বলে তা সকলের উপর চাপিয়ে দিতে সম্ভবত গোয়েবলসের নীতি নিয়েই চলতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।গোটা বিশ্ব যেভাবেই চলুক না কেন নিজের নীতিতেই অনড় তিনি। হোয়াইট হাউসে প্রেসের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প ফের দাবি তুলেছেন যে তিনি বিশ্বজুড়ে সাতটি যুদ্ধ থামিয়েছেন। আর এর মধ্যে চারটিতেই তিনি শুল্ক ও বাণিজ্যকে চাপ হিসেবে ব্যবহার করেছিলেন। তাঁর দাবি ভারত-পাক শান্তি প্রতিষ্ঠা এর মধ্যে অন্যতম। মার্কিন প্রেসিডেন্টের কথায়, মে মাসে দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক সংঘর্ষের পর তিনি সরাসরি হস্তক্ষেপ করেছিলেন এবং বাণিজ্য ও শুল্কের ভয় দেখিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইসলামাবাদের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হতে বাধ্য করেছিলেন।
হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, “আমি ভারতের একজন অসাধারণ মানুষ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলছিলাম। আমি তাঁকে জিজ্ঞাসা করি, পাকিস্তানের সঙ্গে কী হচ্ছে? ঘৃণার মাত্রা ছিল ভয়ঙ্কর।”
তিনি আরও দাবি করেন যে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি প্রধানমন্ত্রী মোদিকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি স্থগিত রাখবে এবং দিল্লির ওপর বিরাট শুল্ক চাপাবে। ট্রাম্পের দাবি, তাঁর সঙ্গে মোদির আলোচনার পাঁচ ঘণ্টার মধ্যেই নয়াদিল্লি ও ইসলামাবাদ শান্তি চুক্তিতে পৌঁছে যায়।
তবে একই কথা বারবার দাবি করলেই তা সত্যিতে পরিণত হয় না। ভারত ট্রাম্পের এই দাবি বারবার খারিজ করেছে। নয়াদিল্লি জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা হয়েছিল সরাসরি দুই দেশের সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেলস অফ মিলিটারি অপারেশন্স (ডিজিএমও)-এর বৈঠকের মাধ্যমে।
ভারত স্পষ্ট জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান থামাতে কোনও দেশের নেতা ভারতকে অনুরোধ করেননি।