কলকাতা লিগে সুপার সিক্সের আশা কার্যত শেষ হয়ে গেল মোহনবাগানের। কাস্টমসের বিরুদ্ধে নাটকীয়ভাবে শেষ মুহূর্তে হেরে গেল ডেগি কার্ডোজোর দল। অতিরিক্ত সময়ে (৯০+৭) রৌনক পালের গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নিল কাস্টমস। এই পরাজয়ের ফলে সুপার সিক্সে ওঠার আশা আরও জটিল হয়ে গেল সবুজ-মেরুন শিবিরের।
প্রথমার্ধে আক্রমণ–প্রতিআক্রমণে সমানতালে খেলা চললেও গোল করতে পারেনি কোনও দলই। শিবম মুণ্ডা, আদিত্য অধিকারীরা সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন। এদিন চোটের কারণে খেলেননি সন্দীপ মালিক। তাঁর পরিবর্তে সবুজ-মেরুনকে নেতৃত্ব দেন গোলরক্ষক দীপ্রভাত ঘোষ।
দ্বিতীয়ার্ধে মোহনবাগান আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। শিবমের বেশকিছু শট সামলে নেয় কাস্টমস র…