কলকাতা লিগে সুপার সিক্সের আশা কার্যত শেষ হয়ে গেল মোহনবাগানের। কাস্টমসের বিরুদ্ধে নাটকীয়ভাবে শেষ মুহূর্তে হেরে গেল ডেগি কার্ডোজোর দল। অতিরিক্ত সময়ে (৯০+৭) রৌনক পালের গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নিল কাস্টমস। এই পরাজয়ের ফলে সুপার সিক্সে ওঠার আশা আরও জটিল হয়ে গেল সবুজ-মেরুন শিবিরের।
প্রথমার্ধে আক্রমণ–প্রতিআক্রমণে সমানতালে খেলা চললেও গোল করতে পারেনি কোনও দলই। শিবম মুণ্ডা, আদিত্য অধিকারীরা সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন। এদিন চোটের কারণে খেলেননি সন্দীপ মালিক। তাঁর পরিবর্তে সবুজ-মেরুনকে নেতৃত্ব দেন গোলরক্ষক দীপ্রভাত ঘোষ।
দ্বিতীয়ার্ধে মোহনবাগান আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। শিবমের বেশকিছু শট সামলে নেয় কাস্টমস রক্ষণ। তবে কাস্টমসও পিছিয়ে থাকেনি। ৭২ মিনিটে রিকি ঘরামির হেড অল্পের জন্য পোস্ট মিস করে। এদিন যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন বাগান গোলরক্ষক দীপ্রভাত। সামনে থেকে দলকে নেতৃত্ব দেন। যেভাবে বেশ কয়েকটি নিশ্চিত শট তিনি আটকে দেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। নাহলে অনেক আগেই এগিয়ে যেত বিশ্বজিৎ ভট্টাচার্যর ছেলেরা।
ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকেই এগোচ্ছে, ঠিক তখনই খানিক খেলার গতির বিরুদ্ধে মোহনবাগান রক্ষণ ভেঙে গোল করে বেরিয়ে যান রৌণক পাল। অতিরিক্ত সময়ে রৌনকের শট জালে জড়াতেই হতবাক হয়ে যায় গোটা নৈহাটি স্টেডিয়াম। শেষ মুহূর্তের সেই গোলই নির্ধারণ করে দেয় ম্যাচের ভাগ্য।
