”আমার কাজ সহজ করে দেওয়ার জন্য তোমায় ধন্যবাদ পুজি…”। ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া প্রাক্তন সতীর্থ চেতেশ্বর পুজারার উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। গত ২৪ আগস্ট সৌরাষ্ট্রের ব্যাটার ক্রিকেটের সব ধরণের ফর্ম থেকে অবসর নেন। চেতেশ্বর পুজারার সেই সিদ্ধান্তকে সম্মান দিয়ে, সোসাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরাট কোহলি।
নিজের ইনস্টগ্রাম পোস্ট থেকে কোহলি লিখেছেন,”চার নম্বরে আমার কাজ সহজ করে দেওয়ার জন্য ধন্যবাদ। অসাধারণ তোমার ক্রিকেট ক্যারিয়ার, অভিনন্দন। ভবিষ্যতের জন্য তোমার মঙ্গল কামনা করি। ঈশ্বরের আশীর্বাদ তোমার উপরে পড়ুক”।
সৌরাষ্ট্রের ব্যাটার চেতেশ্বর পুজারা টেস্ট ক্রিকেটে একটা সময় জাতীয় দলের অপরিহার্য ছিলেন। ২০১৮-১৯ সালে বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সিরিজ জয়ে তাঁর অবদান ভোলার নয়। কোহলির টিমের এই গুরুত্বপূর্ণ সদস্য ৭ ইনিংসে মোট ৫২১ রান করেছেন। কোহলির ভারত ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল। ইনস্টাগ্রাম পোস্টে কোহলি সেই স্মৃতিই যেন উস্কে দিতে চেয়েছেন ক্রিকেট থেকে অবসর নেওয়া ৩৭ বছর বয়সী পুজারার।
টেস্ট ক্রিকেটে চেতেশ্বর পুজারা এবং বিরাট কোহলি মিডল-অর্ডার জুটির রয়েছে নজরকাড়া রেকর্ড। এই জুটি ৮৩ ইনিংসে ৩৫১৩ রান সংগ্রহ করেছে। রয়েছে সাতটি সেঞ্চুরির পার্টনারশিপ এবং ১৮টি ফিফটি পার্টনারশিপ। ভারতের টেস্ট ক্রিকেটের পরিসংখ্যানে যা অনন্য। এক দশকেরও বেশি সময় ধরে, তিনি ছিলেন ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য ৩ নম্বর ব্যাটসম্যান। দেশের হয় শেষবার টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন সেই ২০২৩ সালের জুনে। ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আর তারপর থেকে একরকম উপেক্ষিতই থেকেছেন ”মিস্টার ওয়াল টু” খ্যাত ডানহাতি ব্যাটার।
নিজের অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘিরে কিন্তু মোটেই আক্ষেপ কিংবা অনুতাপে ভুগছেন না পুজারা। ‘ইন্ডিয়া টুডে’-র সঙ্গে এক সাক্ষাৎকারে সোজাসাপটা বলেছেন, ” আমি আগে খুব বেশি ভাবিনি। প্রায় এক সপ্তাহ ধরে একটু একটু করে ভেবেছিলাম যে এটাই সঠিক সময়। তাছাড়া আমার এবং আমার পুরো পরিবারের জন্য এটি বেশ গর্বের মুহূর্ত।” বলেছেন, “ছোটবেলা থেকেই ভারতীয় দলে প্রতিনিধিত্ব করা, ভারতের হয়ে খেলা সবসময়ই স্বপ্ন ছিল। সেই স্বপ্ন একটা সময়ে পূরণ হয়েছে। তৈরি করেছে অনেক স্মৃতি। ক্যারিয়ারে অনেক গর্বের মুহূর্তও রয়েছে,”।