ঐতিহাসিক চরিত্র গোপাল মুখোপাধ্যায়। অভিনয় করেছেন সৌরভ দাস। গোপাল মুখোপাধ্যায় ‘গোপাল পাঁঠা’ নামে পরিচিত ছিলেন। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি “দ্য বেঙ্গল ফাইলস”-এ দেখা যাবে তাঁকে। ছবিটি ১৯৪৬ সালের কলকাতার ডাইরেক্ট অ্যাকশন ডে-র অশান্তিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে “দ্য বেঙ্গল ফাইলস”।
পরিচালক অগ্নিহোত্রীর বহুল আলোচিত “দ্য ফাইলস ট্রিলজি”-র শেষ অধ্যায়। এর আগে তিনি তৈরি করেছেন দ্য তাশকেন্ট ফাইলস (২০১৯) এবং দ্য কাশ্মীর ফাইলস (২০২২)। দ্য বেঙ্গল ফাইলস প্রায় ২০৪ মিনিট দীর্ঘ। ভারতের অন্যতম দীর্ঘতম ছবির তালিকায় স্থান করে নিয়েছে এই ছবি। ছবিটি ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।
সৌরভ দাস বলেন,“একটা সিনেমাকে শিল্পকর্ম হিসেবে দেখা উচিত, রাজনৈতিক বা মতাদর্শগত দৃষ্টিকোণ থেকে নয়। দর্শকরা যথেষ্ট পরিণত। কেউ না পছন্দ করলে সমালোচনা করবেন, আবার কেউ পছন্দ করলে প্রশংসাও করবেন। কিন্তু সেই স্বাধীনতা তাঁদের দেওয়া জরুরি।”
ছবিটি নিয়ে প্রশ্ন ওঠে, এমন ঘটনা দেখালে কি পুরোনো ক্ষত আবার জেগে উঠবে? উত্তরে সৌরভ বলেন, “আমরা কি স্বাধীনতা বা দেশভাগ সম্পর্কে জানি না? তবে এগুলোর কারণগুলো জানব না কেন? এর মানে এই নয় যে ইতিহাস আবার ঘটবে। সত্য যেমন আছে তেমনই মেনে নিতে হবে।”
অভিনেতা হিসেবে ছবিটি নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি জানান,”আগে আমি এক ছবিতে এমন চরিত্রে অভিনয় করেছি, যে একটি ছোট মেয়েকে খুন করে। তাই বলে কি মানুষ আমার ছবি দেখা বন্ধ করে দেবে? সিনেমা সমাজের প্রতিফলন। নেতিবাচক চরিত্র যেমন থাকে, তেমনি ইতিবাচক চরিত্রও থাকে।”
গোপাল পাঁঠা চরিত্রে অভিনয় করা যে একটি বড় দায়িত্ব, সেটিও স্বীকার করেন তিনি। সৌরভ বলেন,“প্রথমে জানতাম তিনি কী প্রতিনিধিত্ব করেছিলেন, কিন্তু পরিচালক ও গবেষণা দলের থেকে ইনপুট পাওয়ার পর বুঝলাম, তিনি আসলে কতটা প্রতীকী চরিত্র ছিলেন। তাঁকে পর্দায় জীবন্ত করে তুলতে পারা ভীষণ সন্তোষজনক অভিজ্ঞতা।”
সম্প্রতি কলকাতায় ছবির টিজার মুক্তি ঘিরে যে বিতর্ক হয়েছিল, তা নিয়ে মন্তব্য এড়িয়ে যান সৌরভ। তিনি জানান, ওই সময় তিনি শহরে ছিলেন না। দ্য বেঙ্গল ফাইলস-এ সৌরভ দাস ছাড়াও অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার, পল্লবী জোশি, সাস্বতা চট্টোপাধ্যায়, সিমরাত কৌর, নমশি চক্রবর্তী এবং দিব্যেন্দু ভট্টাচার্য।