বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়
আইএসএল শুরু হতে পারে ডিসেম্বরে। তবে বদলে যেতে পারে নাম। পাশাপাশি সুপার কাপ হচ্ছে সেপ্টেম্বরেই। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানির পর জানা গেল এমন কিছু তথ্যই। এর আগেই আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুলে দেওয়া হয়েছিল দেশের শীর্ষ আদালতের তরফে। বুধবার সেই নির্দেশ মেনে আলোচনার মাধ্যমেই AIFF এবং FSDL-এর পক্ষ থেকে যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
সব মিলিয়ে এ বার কাটতে চলেছে ভারতীয় ফুটবলের জট। এ দিন সুপ্রিম কোর্টে ছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সংবিধান সংক্রান্ত মামলাটির শুনানি। এই শুনানিতে বেশ কিছু প্রস্তাব ফেডারেশন এবং আইএসএলের আয়োজক FSDL যৌথভাবে তুলে ধরেছে আদালতের কাছে।
জানা গিয়েছে, বুধবার এই বিষয়ে বৈঠক হয় দুই পক্ষের মধ্যে। এর পর যৌথভাবে মোট ৫ টি প্রস্তাব তুলে ধরা হয়েছে সুপ্রিম কোর্টের কাছে। প্রস্তাবগুলি হল—
১. রাইট টু ম্যাচ ক্লজের নবীকরণের একান্ত দায়িত্ব এফএসডিএল ছেড়ে দেবে।
২. পুরনো চুক্তির প্রাপ্য শেষ অর্থ (১২ কোটি ৫০ লক্ষ টাকা) এখনই দিয়ে দেওয়া হবে।
৩. সেপ্টেম্বরে হবে সুপার কাপ।
৪. আগামী অক্টোবর মাসে নতুন বাণিজ্যিক পার্টনারের জন্য টেন্ডার ছাড়া হবে, যা সকলের জন্য উন্মুক্ত হবে।
৫. টেন্ডার যেই পাক না কেন, তাদের নিশ্চিত করতে হবে যাতে আইএসএল ডিসেম্বরের মধ্যে শুরু করা যায়।
ন্যাশনাল স্পোর্টস ডেভেলপমেন্ট কোড মেনে গোটা বিষয়টি হবে বলে জানা গিয়েছে। কোনও একটি নির্দিষ্ট সংস্থাকে গোটা বিষয় দেখভালের দায়িত্ব দেওয়া হবে। আর এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে আগামী ১৫ অক্টোবরের মধ্যে। এ দিকে এরই মাঝে শোনা যাচ্ছে, নাম বদলে যেতে পারে আইএসএলের। AIFF আর FSDL -এর মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে গেলে নতুন নামকরণ করা হতে পারে প্রতিযোগিতাটির।
AIFF -এর সংবিধান এবং নির্বাচন নিয়ে এখনও পর্যন্ত কোনও সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে বলা হয়েছে, নির্বাচনে যারাই জিতুক না কেন, ডিসেম্বরের মধ্যেই আইএসএল শুরু করতে হবে। যদিও আসন্ন সেপ্টেম্বরে মরশুমের শুরু হচ্ছে সুপার কাপ দিয়েই। এ ছাড়া মাস্টার রাইটস নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়নি।