সম্প্রতি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন চেতেশ্বর পুজারা। অবসরের পরই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটে রাহুল দ্রাবিড়ের পর ‘দ্বিতীয় প্রাচীর’। অবসর ঘোষণার পরই এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানেই জানিয়ে দিলেন, খেলা ছাড়ার পর এ বার কোচিংয়ে মনোনিবেশ করার ইচ্ছা রয়েছে তাঁর।
খেলা চলাকালীন ইদানীং সম্প্রচারকারী চ্যানেলে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যায় পুজারাকে। সেই কাজেও অবশ্য অনীহা নেই তাঁর। বরং বলেন, “ম্যাচ সম্প্রচারের কাজটি ভীষণ উপভোগ করি আমি। তাই সেটা অবশ্যই চালিয়ে যাব। তবে যদি কোচিং বা ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে কোনও কাজের প্রস্তাব আসে, তখন আমি তা সাদরে গ্রহণ করতে প্রস্তুত থাকব।”
সদ্য প্রাক্তন ভারতীয় ব্যাটারের এ হেন মন্তব্য থেকেই পরিষ্কার যে আগামীর ব্লুপ্রিন্ট তিনি ছকে ফেলেছেন। তিনি সরাসরি জানাচ্ছেন যে ক্রিকেট ছাড়ার পর এখন কোচিং করাতে কিংবা বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে কোনও ভূমিকা পালনে মুখিয়ে রয়েছেন। তাঁর কথায়, “আমি আসলে এটা নিয়ে ভাবিইনি। যদি সুযোগ আসে, তখনই এ বিষয়ে সিদ্ধান্ত নেব। আগেও বলেছি যে, আমি খেলার সঙ্গেই যুক্ত থাকতে চাই। তাই ভারতীয় ক্রিকেটে আমি যে ভাবেই অবদান রাখতে পারি না কেন, তা করতে পারলে খুশি হব।”
সাক্ষাৎকারটিতে নিজের গৌরবময় টেস্ট কেরিয়ারের কথাও স্মরণ করেন পুজারা। যেখানে ১০৩ টেস্টে তাঁর সংগ্রহ ৭ হাজারেরও বেশি রান। রয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ী পারফরম্যান্স। সব কিছুর নেপথ্যে নিজের বাবা এবং প্রয়াত মায়ের অবদানের কথাও স্মরণ করেন তিনি। পাশাপাশি তুলে ধরেছেন সাবেকি টেস্ট ব্যাটিংয়ের কথাও।
নিজের কেরিয়ারের কথা বলতে গিয়ে পুরনো দিনের টেস্ট ম্যাচ ব্যাটিংয়ের গুরুত্বের ওপর জোর দিয়েছেন পুজারা। জানান, ইদানীং টেস্ট ক্রিকেট তেমন একটা ধ্রুপদী পদ্ধতিতে খেলা হয় না। তবে এর প্রাসঙ্গিকতা রয়েছে। এ প্রসঙ্গে কে এল রাহুলের নামও করেছেন তিনি। অন্যদিকে নিজের সম্পর্কে আরও বলেন, খেলার মধ্যে থেকে অবসর নেওয়ার চিন্তা তাঁর ছিল না। তাই এ ভাবে অবসর ঘোষণা নিয়ে তাঁর কোনও আক্ষেপ বা অনুশোচনা নেই।
