বহু প্রতীক্ষিত হ্যারি পটার ছবির টেলিভিশন শো- এর কাজ শুরু হয়েছে ব্রিটেনে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ওই টেলিভিশন শো’র বেশ কিছু ছবি প্রকাশ হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বড় পর্দায় হ্যারি পটার ছবির ডিরেক্টর ক্রিস কলম্বাস। তিনি বলেছেন, কে বা কারা সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশ করল তা খতিয়ে দেখা দরকার। ক্রিস বলেন, তাঁর পরিচালিত বড় পর্দার ছবিতে যে ধরনের দৃশ্য ও পোশাক দেখা গিয়েছিল টেলিভিশনর ক্ষেত্রেও তা একই রয়েছে। যে কারণে টেলিভিশন শোর পরিচালক নিক ফ্রস্টের সমালোচনা করেছেন ক্রিস।
হ্যারি পটারের প্রথম দুটি মৌলিক ছবির পরিচালক কলম্বাস স্পষ্ট জানিয়েছেন, আসন্ন এইচবিও সিরিজের সঙ্গে তিনি কোনওভাবেই জড়িত নন। কারণ দর্শকরা ইতিমধ্যেই পটারকে নিয়ে তাঁর যাবতীয় ব্যাখ্যা জেনেছেন। তাই তিনি মনে করছেন, হ্যারি পটার নিয়ে তাঁর আর কিছু দেওয়ার নেই। ক্রিসের সাফ কথা, পটারের জগতে তাঁর আর করার মতো আর কিছু বাকি নেই।
আসন্ন এইচবিও সিরিজে হ্যারি পটার চরিত্রে ডমিনিক ম্যাকলাফলিন, হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে অ্যারাবেলা স্ট্যান্টন এবং রন উইজলি চরিত্রে অ্যালাস্টার স্টাউট অভিনয় করেছেন। অন্য অভিনেতাদের মধ্যে আছেন, ডাম্বলডোরের চরিত্রে জন লিথগো, ম্যাকগোনাগলের চরিত্রে পাপা এসিডু, হ্যাগ্রিডের চরিত্রে নিক ফ্রস্ট এবং স্নেইপের চরিত্রে জ্যানেট ম্যাকটিয়ার।
এই সিরিজটি আগামী দেড় বছরের মধ্যে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। যা এই ছবির নির্মাতাদের প্রতিটি আইকনিক বইয়ের গভীরে ডুব দেওয়ার সুযোগ করে দেবে। যদিও এখনও পর্যন্ত অনুষ্ঠানটির আনুষ্ঠানিক প্রকাশের দিন বা তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
সূত্রের খবর, এই ছবি ২০২৭ সালে এইচবিও ম্যাক্সে আত্মপ্রকাশ করবে।