আমেরিকার মিনিয়াপলিস মিনেসোটার অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলে হামলাকারীকে শনাক্ত করল পুলিশ। জানা গিয়েছে বছর ২৩-এর রবিন ওয়েস্টমেন একজন রূপান্তরকামী। বুধবার আমেরিকার স্কুলে তিনটি আগ্নেয়াস্ত্র নিয়ে সে হামলা চালিয়েছিল। তার সঙ্গে ছিল একটি শটগান, একটি পিস্তল ও একটি রাইফেল। রূপান্তরকামী রবিনকে ডোনাল্ড ট্রাম্পকে খুনের হুমকি দিতেও দেখা গিয়েছে। এমনকি, সে ভারতের উপর পরমাণু বোমা ফেলার কথাও বলেছে।
জানা গিয়েছে, ইউটিউবে রবিন ডব্লিউ নামে একটি চ্যানেল ছিল ওয়েস্টম্যানের। তার আপলোড করা একটি ভিডিওতে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন এবং কার্তুজ দেখা গিয়েছে। যদিও ইতিমধ্যে ওই চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়েছে। রিপাবলিকান পার্টির নেত্রী লরা লুমার বেশ কিছু আগ্নেয়াস্ত্রর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, মিনিয়াপলিসের স্কুলে ওই সমস্ত অস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল রবিন। ওই সমস্ত আগ্নেয়াস্ত্রের গায়ে লেখা রয়েছে ডোনাল্ড ট্রাম্পকে খুন কর। ট্রাম্পকে অবিলম্বে খুন কর। ইজরায়েলের পতন হতেই হবে।পুড়িয়ে দিতে হবে ইজরায়েলকে। আরও একটি অস্ত্রের গায়ে লেখা ছিল ভারতে পরমাণু বোমা ফেলতে হবে।
লুমার জানিয়েছেন, ভারত বিরোধী, ইহুদি বিরোধী প্রচারের দ্বারা প্রভাবিত হয়েছিল হামলাকারী ওয়েস্টম্যান।
২০২০ সাল পর্যন্ত ওয়েস্টমেনের নাম ছিল রবার্ট। কিন্তু পরে সে পুরুষ থেকে মহিলা হয়। রবার্ট থেকে হয় ওয়েস্টম্যান। হামলাকারী নিজেকে রূপান্তরকামী বলে দাবি করে।
উল্লেখ্য, বুধবার আমেরিকার অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলে হামলাকারীর এলোপাথাড়ি গুলিতে ২ পড়ুয়ার মৃত্যু হয়। জখম হয়েছেন আরও ২০ জন। আহতরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। পরে স্কুলের গাড়ি রাখার জায়গা থেকে উদ্ধার হয় ওয়েস্টম্যানের দেহ। পুলিশের সন্দেহ সে আত্মঘাতী হয়েছে।