ব্যাডমিন্টনে জয়জয়কার ভারতের। বৃহস্পতিবার প্যারিসে বিশ্ব চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর ম্যাচে চিনের ওয়াং ঝি ই-কে স্ট্রেট গেমে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠলেন পিভি সিন্ধু। অন্যদিকে মিক্সড ডাবলসে শেষ ষোলোর ম্যাচে হংকংয়ের দুই প্রতিপক্ষকে হারিয়ে দিলেন ভারতের ধ্রুব কপিলা এবং তানিশা ক্রাস্টো জুটিও। সব মিলিয়ে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে দিনটা যেন ভারতেরই হয়ে রইল।
এ দিন সিন্ধু ছিলেন কার্যত অপ্রতিরোধ্য। তাঁর সামনে টিকতেই পারেননি চিনের ওয়াং। বিশ্ব র্যাঙ্কিংয়ে দু’নম্বরে রয়েছেন তিনি। এরপরেও ভারতীয় শাটলারের সামনে তাঁকে উড়ে যেতে হল স্ট্রেট গেমে। খেলার ফলাফল ২১-১৯, ২১-১৫। মাত্র ৪৮ মিনিটেই এই জয় তুলে নেন সিন্ধু। যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে কখনই কোনও চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে হারেননি।
বিশ্বের দ্বিতীয় বাছাই ওয়াংয়ের বিরুদ্ধে তাঁর পরিসংখ্যান ছিল ২-২। শুক্রবার কোয়ার্টার ফাইনালে সিন্ধু মুখোমুখি হতে চলেছেন ইন্দোনেশিয়ার পুত্রি কুসুমা ওয়ারদানির। অবশ্য এ দিন সিন্ধুর জয়ের আগেই পাকা হয়ে গিয়েছিল একটি কোয়ার্টার ফাইনালের টিকিট। দিনের শুরুতেই মিক্সড ডাবলসের শেষ ষোলোর ম্যাচে হংকংয়ের তাং চুন মান এবং সে ইং সুয়েত জুটির বিরুদ্ধে দেশকে জয় এনে দেন ধ্রুব কপিলা এবং তানিশা ক্রাস্টো।
প্রথম গেমে লড়াই হলেও ওয়াংয়ের বিরুদ্ধে সরাসরি জয় পেয়েছেন সিন্ধু। সেখানে প্রথম গেম হেরে পিছিয়ে পড়েছিলেন ধ্রুব-তানিশা। ১৯-২১ ব্যবধানে এই গেমটি হারতে হয় তাঁদের। তবে বাকি দুটি গেমে হংকংয়ের প্রতিপক্ষদ্বয়কে কার্যত দাঁড়াতেই দেননি ভারতীয় জুটি। ৬৩ মিনিটের তুল্যমূল্য লড়াই শেষে ১৯-২১, ২১-১২, ২-১৫ ফলাফলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন তাঁরা।