রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে ফের তীব্র কটাক্ষ শোনা গেল দেশের শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্ট সরাসরি প্রশ্ন তুলেছে, “অযোগ্যদের রক্ষা করতে সরকার এখানে কেন এসেছে?”
আদালতের নির্দেশ, SSC-কে ৭ দিনের মধ্যে অযোগ্য প্রার্থীদের নাম প্রকাশ করতে হবে। বিচারপতিদের প্রশ্ন, “আগে নির্দেশ দেওয়া সত্ত্বেও কেন এখনও সেই তালিকা প্রকাশ করা হয়নি? কেন ৭ সেপ্টেম্বরের পরীক্ষায় এই অযোগ্যদের বসতে দেওয়া হবে?”
বিচারপতিদের মন্তব্য, “এই কেলেঙ্কারি শুধু চাকরির দুর্নীতি নয়, এটি গোটা শিক্ষা ব্যবস্থার অবমাননা। হাজার হাজার যোগ্য প্রার্থীর স্বপ্ন ভেঙে দিয়েছে এবং এক প্রজন্মের ভরসা ধ্বংস করা হয়েছে।”
বিজেপি অভিযোগ তুলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুর্নীতিকে আড়াল করছে। সমাজমাধ্যমে তাদের প্রশ্ন, নিরীহ প্রার্থীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেবে কে? করদাতাদের কেন সরকারের দুর্নীতির বোঝা বইতে হবে? বিজেপির দাবি, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে অন্ধকারে ঠেলে দিয়েছে তৃণমূল সরকার। ইতিহাসে এই বিশ্বাসঘাতকতা লিপিবদ্ধ হয়ে থাকবে।
“লজ্জা তোমার, মমতা বন্দ্যোপাধ্যায়”, এই স্লোগানেই সরব বিজেপি।
