ফের খুনের ঘটনা খাস কলকাতায়। লেদার কমপ্লেক্স এলাকায় কুপিয়ে খুন করা হল বিলকিস বিবি নামে এক মহিলাকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সম্পর্কের টানা পোড়েনের কারণেই এই খুন।
জানা গিয়েছে, লেদার কমপ্লেক্সে একটি চামড়ার কারখানায় কাজ করতেন বিলকিস। বৃহস্পতিবার সাড়ে ছটা নাগাদ তাঁর ছুটি হয়। কারখানা থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছিলেন তিনি। সেই সময় লেদার কমপ্লেক্সের ২ নম্বর গেটের কাছে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি মোটরবাইকে করে এসে বিলকিসকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় বলে অভিযোগ।
গুরুতরে জখম ওই মহিলার চিৎকারে ছুটে আসে কারখানার লোকজন। সঙ্গে সঙ্গেই তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় বিলকিসকে এসএসকেএমে পাঠানো হয়। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা বিলকিসকে মৃত বলে ঘোষণা করেন। এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ।
জানা গিয়েছে, বিলকিসের প্রথম স্বামী তাঁকে ছেড়ে চলে গিয়েছে। এরপর বিলকিস করিম গাজি নামে একজনকে বিয়ে করে। করিমেরও এটা দ্বিতীয় বিয়ে। ভাঙরের ঘটকপুকুরে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তাঁরা। পুলিশের অনুমান সম্ভবত সম্পর্কের টানাপোড়েনের জেরেই বিলকিসকে খুন হতে হল। বিলকিসের খুনের ঘটনায় তাঁর স্বামী করিমকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
এই ঘটনা নিয়ে কারখানার কর্মীরা কোনও কথা বলতে চাননি। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে রোহিত গাজী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিস।
ধৃত রোহিত করিমের প্রথম পক্ষের স্ত্রীর ছেলে। করিম তার স্ত্রী ও ছেলেকে ছেড়ে বিলকিসের সঙ্গে নতুন করে সংসার শুরু করেছিল। সম্ভবত সেই কারণে মা ও ছেলে মিলে চক্রান্ত করে বিলকিসকে খুন করেছে। ঘটনার পরই এলাকায় ছেড়ে পালানোর চেষ্টা করেছিল রোহিত। কিন্তু সিসিটিভি ফুটেজ ও মোবাইল লোকেশন ট্র্যাক করে তাকে উত্তর ২৪ পরগনার হাড়োয়া থেকে গ্রেফতার করে পুলিশ।