বিরোধীরা যেখানে বিজেপির বিরুদ্ধে “ভোট চুরি”র অভিযোগে সরব, ঠিক সেই সময়েই ইন্ডিয়া টুডে-সিভোটার মুড অব দ্য নেশন (MOTN) সমীক্ষা জানাল ভিন্ন চিত্র। সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৬৪% বলেছেন ভারতের নির্বাচন অবাধ ও সুষ্ঠ, আর ৩২% মানুষ মনে করছেন নির্বাচনে কারচুপি হয়েছে।
এই সমীক্ষা ২০২৫ সালের ১ জুলাই থেকে ১৪ অগস্ট পর্যন্ত চালানো হয়। এতে ৫৪,৭৮৮ জনকে সরাসরি প্রশ্ন করা হয়, সঙ্গে ১,৫২,০৩৮টি অতিরিক্ত সাক্ষাৎকার সিভোটারের নিয়মিত ট্র্যাকার ডেটা থেকে বিশ্লেষণ করা হয়। সব মিলিয়ে ২,০৬,৮২৬ জনের মতামত এই রিপোর্টে অন্তর্ভুক্ত হয়েছে।
কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী গত কয়েক সপ্তাহ ধরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব। তাঁর অভিযোগ, ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপিকে সুবিধা দিতেই “ভোট কারচুপি” হয়েছে।
তিনি আরও দাবি করেন, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, হরিয়ানা ও কর্নাটকে ভুয়ো নাম ভোটার তালিকায় যুক্ত করা হয়েছিল। মহারাষ্ট্র ও হরিয়ানায় কংগ্রেসের পরাজয়ের পিছনেও তিনি “ভোট চুরি”কে দায়ী করেন।
কিন্তু সমীক্ষায় দেখা গেছে, ৫৮% মানুষ বিরোধীদের এই অভিযোগকে বিশ্বাস করেন না। শুধুমাত্র ৩৫% উত্তরদাতা বিরোধীদের অভিযোগকে সমর্থন করেছেন।
সমীক্ষায় বিশেষভাবে উঠে এসেছে বিহারে নির্বাচন কমিশনের ভূমিকাও। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন(SIR) কার্যক্রমকে কেন্দ্র করে বিরোধী ও বিজেপির মধ্যে তীব্র সংঘাত চলছে।
কিন্তু সমীক্ষাতে ৫৮% মানুষ বলেছেন এই প্রক্রিয়া জরুরি, যাতে শুধু প্রকৃত নাগরিকরাই ভোট দিতে পারেন। আর মাত্র ১৭% উত্তরদাতা মনে করছেন এই পদক্ষেপ বিজেপিকে সুবিধা দিতে চালানো হচ্ছে। বাকি ১২% উত্তরদাতার মতে, ভোটের কয়েক মাস আগে এই উদ্যোগ সন্দেহজনক।
অতএব সমীক্ষা অনুযায়ী, বিরোধীরা যেখানে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে, সেখানে এই সমীক্ষা বলছে দেশের অধিকাংশ মানুষ এখনও ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের ওপরেই আস্থা রাখছেন।