তাজিকিস্তানকে ২-১ গোলে হারিয়ে কাফা নেশনস কাপ ফুটবলের অভিযান শুরু করল খালিদ জামিলের ভারত। শুক্রবার প্রতিপক্ষকে তাদেরই ঘরের মাঠে ধরাশায়ী করেছে মেন ইন ব্লু। ভারতের দুই গোলদাতা আনোয়ার আলি এবং সন্দেশ ঝিঙ্ঘান। জাতীয় দলের কোচ হিসেবে অভিষেকেই জয় এনে দিয়েছেন খালিদ। এসেছে মূল্যবান ৩ পয়েন্টও।
বেঙ্গালুরুতে কমবেশি ১০ দিনের প্রস্তুতি শিবির করার সুযোগ পেয়েছেন জাতীয় ফুটবল দলের হেডকোচ খালিদ জামিল। প্রস্তুতি শিবিরে জাতীয় দলে নাম থাকা মোহনবাগানের ফুটবলারদের তিনি পাননি। ইস্টবেঙ্গলের ফুটবলাররা পরে যোগ দিয়েছেন। তা সত্ত্বেও সুনীল ছেত্রী বিহীন সেই দলই ফিফা ক্রমতালিকায় এগিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে দুরন্ত জয় তুলে এনে কোচের মুখে হাসি ফুটিয়েছে।
অপেক্ষকৃত শক্তিশালী প্রতিপক্ষ তাজিকিস্তানের বিরুদ্ধে ভারতের শেষ জয় ছিল সেই ২০০৮ সালে। ১৭ বছর আগে শেষবার সুনীল ছেত্রীর হ্যাটট্রিকে এএফসি চ্যালেঞ্জ কাপে জিতেছিল ভারত। দুই দেশের সাক্ষাতে ছয় ম্যাচের মধ্যে তিনটিতে হারে। মাত্র একটি ম্যাচ জেতে। শুক্রবারের জয় এই পরিসংখ্যানকে আরও সমৃদ্ধ করে ব্যবধান কমিয়েছে।
প্রতিপক্ষের ফুটবলারদের বাড়তি গুরুত্ব না দিয়ে, দলের ছেলেদের উপরই ভরসা রেখেছিলেন কোচ খালিদ। একক নৈপুণ্যে নয় বরং দল হিসেবে খেলার উপরই ছিল তাঁর নজর। কোচের সেই নির্দেশ এদিন কার্যকর করার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন আশিক কুরিয়ন, জিকসন সিং, গুরপ্রীত সিং সান্ধুরা। গোলরক্ষক-অধিনায়ক গুরপ্রীত এদিন ছিলেন একরকম দুর্ভেদ্য। বিপক্ষের একাধিক গোলমুখী জোরাল শট সুনিপুণ দক্ষতায় সামাল দিয়েছেন। রুখেছেন পেনাল্টিও।
খেলা শুরুর কয়েক মিনিট পরেই ভারতের প্রথম গোল। দূরপাল্লার থ্রো তাজিকিস্তান বক্সে ধাক্কা খেয়ে পড়লে জটলা তৈরি হয়। সেই ভিড়ের মাঝেই আনোয়ারের শট তাজিকিস্তান জালে জড়িয়ে যায়।
ভারতের দ্বিতীয় গোল সন্দেশ ঝিঙ্ঘানের। আনোয়ারের উঁচু করে বাড়ানো পাস পৌঁছেছিল বিপক্ষের সীমানায় ঢুকে পড়া রাহুল ভেকের কাছে। ভেকের হেড তাজিকিস্তান গোলরক্ষক ঠিকমতো সেভ করতে পারেননি। আগুয়ান সন্দেশ ঝিঙ্ঘান ফিরতি বল জালে জড়িয়ে দেন। খালিদের দুই ডিফেন্ডারের পর পর গোলে ভারত ম্যাচ শুরুর মিনিট পনেরোর মধ্যেই এগিয়ে যায় ২-০ গোলের ব্যবধানে। ম্যাচের প্রথমার্ধের ২৩ মিনিটের মাথায় রক্ষণের ভুলে গোল হজম করতে হয়েছে গুরপ্রীত সিংকে। তাজিকিস্তানের সেমিয়েভ গোল করে ব্যবধান ১-২ করেন।
দ্বিতীয়ার্ধে পিছিয়ে থাকা তাজিকিস্তান উপর্যুপরি আক্রমণ শানিয়েছে। তবে ভারতের ডিফেন্স এদিন ছিল অনবদ্য। এই পর্বে নজরকাড়া খেলেছেন গোলরক্ষক অধিনায়ক গুরুপ্রীত। একাধিক গোলমুখী শট যেমন সামাল দিয়েছেন, তেমনি রুখে দিয়েছেন তাজিকিস্তানের পাওয়া পেনাল্টি শট। শেষমেষ ২-১ গোলে শেষ হয়েছে ভারত-তাজিকিস্তান ম্যাচ।