আর নিরাপদ নয় শিক্ষার অঙ্গনও। এবার সরকার পরিচালিত এক বিদ্যালয়ের ৩৬ বছর বয়সী সংস্কৃত শিক্ষকের বিরুদ্ধে সাত ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে উঠল। মামলা দায়ের হলেও অভিযুক্ত সংস্কৃত শিক্ষক পলাতক। তাকে ধরতে তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গত ১৬ অগস্ট ওডিশার সুন্দরগড়ে বিদ্যালয় চত্বরেই এমন ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অভিযোগ ওঠার পর ২০ অগস্ট গুরুনদিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৭৪ (মহিলার শ্লীলতাহানির উদ্দেশ্যে আক্রমণ), ধারা ৭৫ (যৌন হয়রানি), ধারা ৩৫১(২) (অপরাধমূলক ভয় দেখানো) সহ পকসো আইনের ৮ ও ১২ ধারায় (যৌন নিপীড়ন ও যৌন হয়রানি) মামলা রুজু করা হয়েছে।
গুরুনদিয়া থানার ভারপ্রাপ্ত (আইআইসি) রমেশ্বর সিং জানিয়েছেন যে ইতিমধ্যেই সংশ্লিষ্ট ছাত্রীদের জবানবন্দি নির্দিষ্ট ধারা অনুযায়ী লিপিবদ্ধ করা হয়েছে। এছাড়া তাদের জবানবন্দি আদালতের ম্যাজিস্ট্রেটের সামনে রেকর্ড করার জন্য আবেদন করা হয়েছে। আদালতের নির্দেশ পেলেই ম্যাজিস্ট্রেটের সামনে ছাত্রীরা জবানবন্দি দেবেন, এরপর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি।