চিন-পাকিস্তান-বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতীয়দের মধ্যে। সম্পতি সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-সি-ভোটারের করা ‘মুড অব দ্য নেশন’ সমীক্ষায় উঠে এল এমনই তথ্য। সমীক্ষার ফল অনুযায়ী এতে অংশগ্রহণকারীদের প্রায় অর্ধেকই প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জটিলতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
সমীক্ষার ফলাফলে দেখা গেছে ৪৮% উত্তরদাতা বলেছেন তারা এই বিষয়ে ‘খুবই উদ্বিগ্ন’ আবার ২৪% জানিয়েছেন তারা ‘কিছুটা উদ্বিগ্ন’। তবে মাত্র ২০% মনে করছেন এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। সমীক্ষায় ৫৭% উত্তরদাতা সীমান্তের সুরক্ষা জোরদার করাকে সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে দেখেছেন। এটা ২০২৫ সালের ফেব্রুয়ারির সমীক্ষার (৫৩.৩%) তুলনায় বৃদ্ধি পেয়েছে।
গত ১ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত হওয়া এই সমীক্ষায় লোকসভা আসনভিত্তিক ৫৪,৭৮৮ জনের মতামত নেওয়া হয়েছে। পাশাপাশি, সি-ভোটারের নিয়মিত ট্র্যাকার ডেটা থেকে আরও ১,৫২,০৩৮ জনের সাক্ষাৎকার বিশ্লেষণ করা হয়েছে। সবমিলিয়ে মোট ২,০৬,৮২৬ জন উত্তরদাতার মতামত এই সমীক্ষার প্রতিবেদনে প্রতিফলিত হয়েছে।
এই সমীক্ষায় নিরাপত্তার নিরিখে বাণিজ্য (২২%) ও কূটনীতি (১৭%) তুলনামূলকভাবে অনেক কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে। চিনকে এখনও মূলত নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেই দেখা হচ্ছে। মোদি সরকারের বিদেশ নীতির ক্ষেত্রে ৬৭% উত্তরদাতা বলেছেন সরকার দেশের অবস্থানকে শক্তিশালী করেছে, আর ২৭% দ্বিমত পোষণ করেছেন। তবে ফেব্রুয়ারির সমীক্ষায় ৭৩% ইতিবাচক মত দিয়েছিলেন।
