আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা এসেছিল আগেই। চলতি সপ্তাহের শুরুতে আইপিএলকেও বিদায় জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এর পরই নিজের সদ্য সমাপ্ত আইপিএল নিয়ে এক চাঞ্চল্যকর দাবি করলেন রবিচন্দ্রন অশ্বিন। নিজের এক সময়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রসঙ্গ টেনে ভারতের প্রাক্তন অফস্পিনার জানিয়েছেন, তাঁর আরও একটি মরশুমে খেলার ইচ্ছে ছিল।
এ বছরের আইপিএলে চেন্নাই সুপার কিংসের অংশ ছিলেন অশ্বিন। খেলেছেন ৪৩ বছর বয়সী ধোনির নেতৃত্বে। অবসর ঘোষণার পর নিজের ইউটিউব চ্যানেলে এসে আইপিএল নিয়ে কথা বলতে গিয়ে সেই ধোনিকেই টেনেছেন অশ্বিন। তাঁর দাবি, আরও একটি মরশুম খেলার পরিকল্পনা ছিল কিন্তু শরীর সঙ্গ দেবে না বুঝতে পেরেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর এই প্রসঙ্গেই জানান, ৪৪ বছরে পা দেওয়া ধোনি কী করে আরও একটি আইপিএল মরশুমে খেলার কথা ভাবতে পারেন তা দেখে বিস্মিত তিনি।
অশ্বিনের কথায়, “আমি ভাবছিলাম আগামী বছর আইপিএল খেলতে পারব কি না। আইপিএলের তিনটে মাস আমার জন্য একটু বেশি। এটা ক্লান্তিকর। এম এস ধোনির মতো কাউকে দেখে কেন আমি অবাক হয়ে যাই, এটা তার একটি কারণ।” ব্যখ্যা দেন, “বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আইপিএল খেলার সহনশক্তি কমতে থাকে। টানা তিন মাস ক্রিকেট সহজ নয়। আপনাকে সারা দেশে ভ্রমণ করতে হবে, ম্যাচ খেলতে হবে। সেই সঙ্গে ম্যাচের পরে আপনার শরীরকে সুস্থ হতেও দিতে হবে।”
অশ্বিনের আইপিএল যাত্রা শুরু হয়েছিল সিএসকের হলুদ জার্সিতে ধোনির নেতৃত্বেই। ২০০৯ সালের আইপিএলে অভিষেক ঘটে তাঁর। এর পর এক দশকেরও দীর্ঘ বিরতির পর এই বছর অশ্বিনকে ৯.৭৫ কোটি টাকায় পুনরায় দলে শামিল করে চেন্নাই সুপার কিংস। নিজের পুরনো দল থেকেই অবসর নিলেন তিনি। যদিও উক্ত ইউটিউব ভিডিয়োতে ইঙ্গিত দিয়েছেন, আইপিএল থেকে অবসর নিলেও অদূর ভবিষ্যতে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলিতে খেলতে দেখা যেতে পারে তাঁকে।