গত কয়েক মাস ধরেই ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট। ইতিমধ্যেই টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছে প্রাক্তন অধিনায়ক বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানকে। তাঁদের পরিবর্তে এশিয়া কাপের আগে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে সলমন আলি আঘাকে। যিনি শুক্রবার থেকে শুরু হতে চলা ত্রিদেশীয় সিরিজেও নেতৃত্ব দেবেন দলকে। কিন্তু এই সিরিজের আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমাজ মাধ্যমে ভাইরাল হলেন নবনিযুক্ত পাক অধিনায়ক।
সাম্প্রতিক সময়ে পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্স এতটাই খারাপ যে তাদের এশিয়া কাপ জেতার সম্ভাবনা আছে বলে মনে করছে না কেউই। এই অবস্থায় আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ খেলতে নামার আগে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন আঘা।
এই সময় জনৈক সাংবাদিক এমন একটি বিব্রতকর প্রশ্ন তুলে ধরেন যা শুনে হেসে ফেললেন পাক অধিনায়ক।
এই সাংবাদিক সম্মেলনে সলমন আলি আঘা ছাড়াও উপস্থিত ছিলেন আফগান অধিনায়ক রশিদ খান। ভারতের পর আফগানিস্তানকে ‘দ্বিতীয় সেরা দল’ বলে প্রশ্নটি করা হয়েছিল তাঁকেই। জনৈক পাকিস্তানি সাংবাদিক জিজ্ঞেস করেন, “গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতের পর এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসেবে কীভাবে উঠে এসেছিল আফগানিস্তান?” পাকিস্তানকে বাদ দিয়ে আফগানিস্তানকে দ্বিতীয় সেরা দল বলায় এই সময় খুব সঙ্গতভাবেই বিব্রত হয়েছিলেন আঘা। তবে কোনও জবাবের পরিবর্তে তাঁর ঠোঁটে দেখা যায় কিছুটা হাসি। যা মুহূর্তের মধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
অধিনায়কের এই কৃত্রিম হাসি আর মুখভঙ্গিই বলে দেয় বর্তমানে পাকিস্তান ক্রিকেটের হাল কতটা বেহাল। উল্লেখ্য, শুক্রবার থেকে শুরু হতে চলা ত্রিদেশীয় সিরিজ হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতেই। যেখানে এশিয়া কাপও আয়োজন করা হবে। এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে স্বাভাবিকভাবেই এই তিন দলীয় প্রতিযোগিতাটি গুরুত্বপূর্ণ হতে চলেছে পাকিস্তানের জন্য। কিন্তু তার আগে পাকিস্তান অধিনায়কের মুখের ভাবই যেন স্পষ্ট করে দিল আসন্ন এশিয়া কাপে সম্ভাব্য ফলাফলের ছবিটা।