ইউক্রেন যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্টের যাবতীয় দৌড়াদৌড়ি শেষ পর্যন্ত কি জলে গেল? কারণ হামলা চালানো কোনওভাবেই বন্ধ করছে না রাশিয়া। এবার ইউক্রেন নৌবাহিনীর গোয়েন্দা জাহাজ ‘সিম্ফেরোপল’কে সমুদ্র-ড্রোন হামলায় ধ্বংস করার কথা জানাল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক।ডানিউব নদীর ব-দ্বীপে গত এক দশকেরও বেশি সময়ে সবচেয়ে বড় জাহাজ হিসেবে পরিচিত এই সিম্ফেরোপলে। রেডিও, ইলেকট্রনিক, রাডার এবং অপটিক্যাল গোয়েন্দাগিরির জন্য কাজ করা এই জাহাজ, ড্রোন হামলার পর জলে ডুবে গিয়েছে বলেও জানিয়েছে মস্কো।
রুশ সংবাদমাধ্যমের মতে, এটি ছিল ইউক্রেনীয় নৌবাহিনীর জাহাজ ধ্বংসে প্রথম সফল সমুদ্র-ড্রোনের ব্যবহার।জাহাজের হামলার কথা ইউক্রেন স্বীকার করে নিলেও সেদেশের নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, একজন নাবিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।কয়েকজন নিখোঁজ থাকলেও অধিকাংশ ক্রু সদস্য নিরাপদে রয়েছেন বলে দাবি করা হয়েছে।
সিম্ফেরোপলকে ২০১৯ সালে জলে নামানো হয় এবং ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে তা ইউক্রেন নৌবাহিনীতে যোগ দেয়।
এদিকে বুধবার রাতেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন ও মিসাইলে ভয়াবহ হামলা চালায় রাশিয়া। এতে অন্তত ১৮ জনের মৃত্যু হয়। ইউক্রেন সহ ইউরোপের দেশগুলোর অভিযোগ শান্তি আলোচনার পথে হাঁটতেই চাইছে না রাশিয়া।