বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এবং অভিনেত্রী কিয়ারা আডবাণী। গত ১৫ জুলাই প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন তাঁরা। তাঁদের ঘরে এসেছে কন্যা সন্তান। নতুন বাবা হিসেবে বর্তমানে সিদ্ধার্থ একদিকে সামলাচ্ছেন কন্যাকে, অন্যদিকে ব্যস্ত রয়েছেন নিজের নতুন ছবি পরম সুন্দরী-র প্রচার ও মুক্তি নিয়ে। ছবিটি ২৯ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এই ছবিতে তাঁর সহ-অভিনেত্রী জাহ্নবী কাপুর।
ছবির প্রচারের অংশ হিসেবে সম্প্রতি সিদ্ধার্থ ও জাহ্নবী হাজির হন জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো সিজন ৩’-এ। সেখানেই অভিনেতা মেয়েকে নিয়ে নিজের নতুন জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেন।
সিদ্ধার্থ হাসিমুখে বলেন, “আরে, পুরা শিডিউলই পাল্টে গেছে। আজ ভোরবেলায়ও ওখান থেকে এসেছি। খাওয়া-দাওয়ার খেয়াল রাখা হোক বা ঘুমের সময়, সবকিছুই এখন মেয়ের ওপর নির্ভর করছে। রাত জেগে থাকার কারণও এখন অন্যরকম! রাত তিন-চারটের সময় ফিডিং হচ্ছে।” তিনি আরও যোগ করেন, “আমি এখন শুধু সাপোর্টিং অ্যাক্টর, পাশে দাঁড়িয়ে সবকিছু দেখছি।”
অনুষ্ঠানে অর্চনা পুরাণ সিং যখন তাঁকে ডায়াপার ডিউটি নিয়ে প্রশ্ন করেন, তখন হাসিমুখে সিদ্ধার্থ জানান, “ডায়াপারও পাল্টেছি, আর ডায়াপার ছাড়া ‘উপস মোমেন্ট’-ও এক্সপেরিয়েন্স করেছি এখন।” অভিনেতার কথায় স্পষ্ট, নতুন বাবা হিসেবে তিনি ভীষণ আনন্দ উপভোগ করছেন।
এদিকে, পরম সুন্দরী ছবিতে সিদ্ধার্থ ও জাহ্নবীর পাশাপাশি অভিনয় করেছেন রেনজি পানিক্কর, মাঞ্জোত সিং, সঞ্জয় কাপুর এবং শিশুশিল্পী ইনায়াত ভার্মা। ছবিটি আজ অর্থাৎ ২৯ আগস্ট মুক্তি পেল বড় পর্দায়।