ফের কলঙ্কিত ক্রিকেট। শুক্রবার দিল্লি প্রিমিয়ার লিগে এক ন্যক্কারজনক মুহূর্তের সাক্ষী থাকল ২২ গজ। এদিন এলিমিনেটরে অধিনায়ক নীতিশ রানার সেঞ্চুরিতে ভর করে সাউথ দিল্লি সুপারস্টারসকে ৭ উইকেটে হারিয়েছে ওয়েস্ট দিল্লি লায়ন্স। কিন্তু এই জয় বা অধিনায়কের সেঞ্চুরির থেকেও ম্যাচটির সবথেকে আলোচিত বিষয় হয়ে রইল ওয়েস্ট দিল্লির ব্যাটার কৃষ যাদবের সঙ্গে প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়ের ধুন্ধুমার লড়াই।
২০২ রানের লক্ষ্য মাথায় নিয়ে খেলতে নেমেছিল ওয়েস্ট দিল্লি লায়ন্স। ঘটনাটি ঘটে ইনিংসের ১১ তম ওভারে। যখন বোলার আমন ভারতীর বলে জোরালো শট মেরেও ফিরতে হয় উইকেটকিপার-ব্যাটার কৃষ যাদবকে। তাঁকে তালুবন্দি করেন আনমোল শর্মা। এই সময় ২২ বলে ৩১ রান করে তিনি যখন সাজঘরের দিকে পা বাড়িয়েছেন তখন আমন চোখ রাঙিয়ে কিছু একটা বলেন। তা দেখে মেজাজ হারান আউট হওয়া ব্যাটারও।
মুহূর্তেই আমনের দিকে ছুটে আসেন কৃষ। সেই সঙ্গে পাল্টা কিছু বলেন। ব্যস মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরপর সাউথ দিল্লির ক্রিকেটার সুমিত মাথুর, আমনের সমর্থনে এগিয়ে এলে রীতিমত ঝগড়া বেঁধে যায় দুই পক্ষের মধ্যে। এই সময় কৃষকে কার্যত পায়ে পা দিয়েই ঝগড়া করতে দেখা গিয়েছে প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যেতে থাকে যে বাধ্য হয়েই আসরে নামতে হয় ওয়েস্ট দিল্লি লায়ন্সের অধিনায়ক নীতিশ রানা এবং ম্যাচের মহিলা আম্পায়ারকে।
উভয়ের হস্তক্ষেপ অবশেষে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। সুমিতের কাঁধে হাত রেখে রানা তাঁকে সরিয়ে নিয়ে যান। অন্যদিকে মহিলা আম্পায়ার কৃষকে ডাগআউটে ফিরে যেতে নির্দেশ দেন। এরপর অবশ্য ম্যাচে আর কোনও বিব্রতকর পরিস্থিতি আসেনি। বড় লক্ষ্য তাড়া করতে নেমে অপরাজিত ১৩৪ রানের ইনিংস খেলে দলকে জেতান প্রাক্তন কেকেআর তারকা নীতিশ। এলিমিনেটরে এই জয়ের সুবাদে প্রতিযোগিতার দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে গেল ওয়েস্ট দিল্লি লায়ন্স।