শনিবার জম্মু-কাশ্মীরের গুরেজ সেক্টরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে কুখ্যাত জঙ্গি বাগু খান, যাকে জঙ্গি মহলে “হিউম্যান জিপিএস” নামে ডাকা হতো।
পাক অধিকৃত কাশ্মীরে (PoK) ১৯৯৫ সাল থেকে ঘাঁটি গেড়ে থাকা বাগু খান, ওরফে সমন্দর চাচা, গত তিন দশকেরও বেশি সময় ধরে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে জঙ্গিদের অনুপ্রবেশ করানোর অন্যতম সবচেয়ে পুরোনো ও সক্রিয় পান্ডা ছিল। শনিবার নওশেরা নার এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করার সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে সে এবং অপর এক জঙ্গির সঙ্গে মারা যায়।
নিরাপত্তা সূত্রের খবর, গুরেজ সেক্টরের দুর্গম ভূপ্রকৃতি ও গোপন রুট সম্পর্কে নিখুঁত জ্ঞান থাকার কারণে বাগু খান একশো বারের ও বেশি জঙ্গি অনুপ্রবেশ ঘটাতে সক্ষম হয়েছিল, যার অধিকাংশই সফল হয়েছিল। এ কারণেই প্রায় সব জঙ্গি সংগঠনই তাকে বিশেষ গুরুত্ব দিত।
হিজবুল কমান্ডার হলেও, বাগু খান গুরেজ ও লাগোয়া সেক্টর ধরে নিয়মিত অনুপ্রবেশ পরিকল্পনা ও বাস্তবায়নে সব জঙ্গি সংগঠনকেই সাহায্য করত। বহু বছর নিরাপত্তা বাহিনীকে ফাঁকি দিলেও শেষমেশ সর্বশেষ অনুপ্রবেশ চেষ্টার সময় তার ভাগ্য ফুরোল। তার মৃত্যু জঙ্গি সংগঠনগুলোর লজিস্টিক নেটওয়ার্কের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
এর আগে, গত বৃহস্পতিবারও গুরেজ সেক্টরের বান্দিপোরা জেলায় নিয়ন্ত্রণরেখা (LoC) পার হয়ে অনুপ্রবেশের চেষ্টা করা দুই জঙ্গিকে ভারতীয় সেনা গুলি করে হত্যা করেছিল।
সেনা সূত্রে জানা গেছে, “অপারেশন নওশেরা নার-IV” অভিযানের সময় সতর্ক জওয়ানরা ভারতীয় সীমান্তে প্রবেশ করতে আসা ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল জঙ্গির মুখোমুখি হয়। ব্যাপক গুলির লড়াইয়ের পর দুই জঙ্গি খতম হয়।