সবার আগে দেশের স্বার্থ। আমাদের কোনও স্থায়ী বন্ধু বা শত্রু নেই। আমাদের আত্মনির্ভর হতে হবে। এজন্য যুদ্ধজাহাজ-সহ অধিকাংশ যুদ্ধাস্ত্র আমরা দেশেই তৈরি করব। শনিবার এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে এই মন্তব্য করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিনের অনুষ্ঠানে রাজনাথ আরও বলেন, “দেশের কৃষক, উদ্যোগপতিদের স্বার্থ আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনওভাবেই আমরা কৃষকদের স্বার্থ উপেক্ষা করতে পারি না। শিল্পপতিদের কথা ভুলে থাকতে পারি না।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারতীয় পণ্যের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন সেই সময়ে রাজনাথের এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। উল্লেখ্য, কিছুদিন আগও নাম না করে ট্রাম্পকে বিঁধেছিলেন রাজনাথ। স্পষ্ট বলেছিলেন, অনেকেই এখন ভারতের উন্নতি সহ্য করতে পারছে না।
এবার স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী দেশে জিনিস উৎপাদনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। শনিবার প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়েই আত্মনির্ভর ভারত গড়ার কথা বললেন রাজনাথ সিং। প্রতিরক্ষামন্ত্রী জানান, ভারত আর অন্য কারও উপর নির্ভর করবে না। দেশের প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র এমনকি যুদ্ধজাহাজও তৈরি হবে ভারতেই।
পরিসংখ্যান উল্লেখ করে রাজনাথ সিং বলেন, ২০১৪ সালে ভারত ৭০০ কোটি টাকারও কম প্রতিরক্ষা সংক্রান্ত জিনিসপত্র রফতানি করেছিল। কিন্তু ২০২৪ সালে সেটা বেড়ে হয়েছে ২৪ হাজার কোটি টাকা। অর্থাৎ ভারত এখন আর শুধুমাত্র প্রতিরক্ষা সরঞ্জামের ক্রেতা নয়, বরং রফতানির ক্ষেত্রেও অন্যতম বড় শক্তি।
উল্লেখ্য দিন তিনেক আগেই প্রায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে দুটি যুদ্ধজাহাজ আইএনএস হিমগিরি ও উদয়গিরি। একই দিনে ওই দুটি যুদ্ধাহাজ নৌবাহিনীর হাতে তুলে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।
ট্রাম্পের আগ্রাসী শুল্কনীতির কারণে বিশ্ববাজারে একটা অস্থিরতা তৈরি হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে ভারত, চিন ও রাশিয়া মিলে এক নতুন অক্ষ গড়ে তোলার ইঙ্গিত মিলেছে। সম্প্রতি ভারত ও চিন দুই দেশেই একে অপরের প্রতি সুর নরম করেছে। এরই মধ্যে রাজনাথের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
Leave a comment
Leave a comment