রীতিমতো এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলো লস অ্যাঞ্জেলেসের ব্যস্ত রাস্তা। ঐতিহ্যবাহী শিখ মার্শাল আর্ট ‘গৎকা’ করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারালেন ৩৬ বছর বয়সি এক শিখ যুবক, যার নাম গুরপ্রীত সিং। ঘটনাটি ঘটে গত ১৩ জুলাই লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনা-র কাছাকাছি, ফিগুয়েরোয়া স্ট্রিট ও অলিম্পিক বুলেভার্ডের সংযোগস্থলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুরপ্রীত সিং রাস্তায় দাঁড়িয়ে হাতে একটি বড় তরোয়াল নিয়ে দাপিয়ে বেড়াচ্ছিলেন। পুলিশ পরে জানায়, সেটি আসলে ছিল একটি ‘খণ্ডা’, দু’ধারওয়ালা ঐতিহ্যবাহী ভারতীয় তরোয়াল। লস অ্যাঞ্জেলেস পুলিশের বক্তব্য, স্থানীয় বাসিন্দারা বারবার ৯১১ নম্বরে ফোন করে জানান, একজন ব্যক্তি বিপজ্জনকভাবে তরবারি দোলাচ্ছেন এবং পথচারীদের হুমকি দিচ্ছেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাঁকে অস্ত্র ফেলার নির্দেশ দেয়। কিন্তু তিনি মানেননি, বরং একসময় পুলিশের দিকে বোতল ছুড়ে মারেন এবং পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা যায়, তিনি নিজের গাড়ি মাঝরাস্তায় ফেলে দিয়েছিলেন এবং অস্বাভাবিক আচরণ করছিলেন। গাড়ি নিয়ে পালাতে গিয়ে তিনি পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা খান। পরে নামার পর হাতে খণ্ডা নিয়ে সরাসরি পুলিশের দিকে ঝাঁপিয়ে পড়েন। তখনই আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়।
প্রায় দুই ফুট লম্বা তলোয়ারটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রমাণ হিসেবে উদ্ধার করেছে পুলিশ। আহত অবস্থায় গুরপ্রীত সিংকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত তিনি গুলির আঘাতে মারা যান। তবে এই ঘটনায় কোনও সাধারণ মানুষ বা পুলিশকর্মীদের ক্ষতি হয়নি। বর্তমানে পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট