বড় বিতর্কে জড়িয়ে পড়লেন ভোজপুরি জনপ্রিয় অভিনেতা ও গায়ক পবন সিং। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা যাচ্ছে, তিনি মঞ্চে তাঁর কো-স্টার অঞ্জলি রাঘবের কোমরে হাত রেখেছেন। এই ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই তীব্র সমালোচনার ঝড় তুলেছেন ভক্তদের একাংশ।
ঘটনাটি ঘটেছে ‘সইয়া সেবা করে’ গান প্রকাশ অনুষ্ঠানে। ভিডিয়োতে স্পষ্ট দেখা যায়, পবন সিং অঞ্জলির কোমরে হাত রাখেন এবং তখন অঞ্জলিকে কিছুটা অস্বস্তিতে পড়তে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন, এই আচরণ একেবারেই আনপ্রফেশনাল এবং মঞ্চে একেবারেই এমন আচরণ মানায় না।
যদিও পবন সিং দাবি করেছেন, তিনি অনুচিত কিছু করেননি। তাঁর কথায়, কোমরে কিছু একটা আটকে ছিল, সেটা সরাতেই তিনি হাত দেন। এমনকি তিনি অঞ্জলিকে বলেন, “চুপ করে দাঁড়িয়ে থাকো, একটা পোকা দেখতে পাচ্ছি।”
তবুও নেটিজেনদের বড় অংশ একে অশোভন আচরণ হিসেবেই দেখছেন। কেউ লিখেছেন, “ভারতীয় পুরুষরা এখনও ‘কনসেন্ট’-এর অর্থ বোঝে না, আর উত্তরপ্রদেশ-বিহারে এই অবস্থা আরও ভয়াবহ। এই হল ভোজপুরির তথাকথিত তারকা পবন সিং, ভাবুন তো ওঁর ভক্তরা কী শিখবে।”
আরেকজন মন্তব্য করেছেন, “যখন পবন সিং-এর মতো পাবলিক ফিগাররা মিসোজিনি স্বাভাবিক করে তোলেন, তখন তা দর্শকদের মধ্যেও ছড়িয়ে পড়ে। এটা বিনোদন নয়, এটা ধর্ষণ সংস্কৃতিকে মহিমান্বিত করা। কনসেন্ট কোনও দিনও আলোচনার বাইরে হতে পারে না।”
অনেকেই তাঁকে নারীবিদ্বেষী মন্তব্যের জন্য কড়া সমালোচনায় করেছেন। তবে এখনও পর্যন্ত পবন সিং বা অঞ্জলি রাঘব, দু’জনের কেউই এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। অনুষ্ঠানস্থলে উপস্থিত অন্য তারকা কিংবা আয়োজকেরাও প্রকাশ্যে কিছু বলেননি।