বয়স্ক মানুষে ভরে যাচ্ছে জাপান, জন্মের তুলনায় বাড়ছে মৃত্যুহার।গত বছরেই প্রায় দশ লক্ষ মানুষ হারিয়েছে জাপান যা কোনও দেশের জন্যই সবচেয়ে বড় জনসংখ্যাগত পতন। এমন পরিস্থিতিতে আরএসএস প্রধান মোহন ভাগবত স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি ভারতকে জাপানের পথে হাঁটতে দিতে চান না।
প্রযুক্তিগতভাবে বিশ্বের অন্যতম অগ্রসর দেশ জাপান বর্তমানে মারাত্মক জনসংখ্যা সঙ্কটে ভুগছে। আর নবীন প্রজন্ম না আসায় ব্যাপক ধাক্কা খাচ্ছে অর্থনৈতিক বৃদ্ধি। বিপর্যস্ত হয়ে পড়ছে সামাজিক সুরক্ষা ব্যবস্থা, বদলে যাচ্ছে সমাজব্যবস্থার কাঠামো। আর এই জন্যেই ভারতে জনসংখ্যার মত সম্পদকে হাতছাড়া করতে চাইছেন না আরএসএস প্রধান মোহন ভাগবত।তাঁর মতে সঠিক বয়সে বিয়ে এবং অন্তত তিন সন্তানের পরিবার সকলের জন্যই ভালো।এতে স্বাস্থ্য যেমন ভালো থাকে,সন্তানরা পরিবারে ইগো নিয়ন্ত্রণ করতে শেখে এবং ভবিষ্যতে পারিবারিক অশান্তি কম হয়।
চিকিৎসকদের তথ্য উল্লেখ করে তিনি জানিয়েছেন, “যেসব সম্প্রদায়ের জন্মহার ২.১-এর নিচে, তারা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। তাই জন্মহার ৩-এর ওপরে রাখা উচিত।” তিনি জানিয়েছেন, “জনসংখ্যা যেমন আশীর্বাদ হতে পারে, তেমনি বোঝাও হতে পারে। তাই অতিরিক্ত সন্তান নয়, প্রতি পরিবারে তিন সন্তান হওয়া উচিত যাতে সঠিকভাবে তাদের মানুষ করা যায়।”
প্রযুক্তিগতভাবে বিশ্বের অন্যতম অগ্রসর দেশ জাপান বর্তমানে মারাত্মক জনসংখ্যা সঙ্কটে ভুগছে। গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে, শহরগুলো ভুগছে শ্রমিকের চরম অভাবে।যার সরাসরি প্রভাব পড়ছে জাপানের জিডিপির উপর।অথচ ভারতের জিডিপির হারের উর্দ্ধগতির একটা বড় কারণ হল বিপুল শ্রমশক্তি।দেশের উন্নতিতে তাকেই কাজে লাগানোর বার্তা দিয়েছেন আরএসএস প্রধান।
Leave a comment
Leave a comment