আইপিএলে রাজস্থান রয়্যালসের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন রাহুল দ্রাবিড়। শনিবার রয়্যালস ফ্র্যাঞ্চাইজি খবরটি প্রকাশ্যে এনেছে। তারা জানিয়েছে, সাম্প্রতিক কাঠামোগত পর্যালোচনার ভিত্তিতে দ্রাবিড়কে আরও বড় ভূমিকার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কোচ তা প্রত্যাখ্যান করে হেড কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ভারতীয় দলের হেড কোচের পদ থেকে অব্যাহতি নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। এর পরই তিনি যোগ দেন রাজস্থান রয়্যালসে। খেলোয়াড় হিসেবে যে দল থেকেই আইপিএলে অবসর নিয়েছিলেন তিনি। এ বার সেই রাজস্থান রয়্যালসের কোচের পদ থেকেও পদত্যাগ করতে চলেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, আগামী ২০২৬ আইপিএলের আগেই ইস্তফা দেবেন দ্রাবিড়।
রাজস্থান রয়্যালসের তরফে একটি বিবৃতিতে এ দিন বলা হয়েছে, “রাহুল বহু বছর ধরেই রয়্যালসের যাত্রায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্ব নতুন প্রজন্মের খেলোয়াড়দের প্রভাবিত করেছে, দলের মধ্যে শক্তিশালী মূল্যবোধ তৈরি করেছে এবং ফ্র্যাঞ্চাইজির সংস্কৃতিতে এক অবিস্মরণীয় ছাপ রেখে গিয়েছে। রাজস্থান রয়্যালসের সমস্ত খেলোয়াড় এবং বিশ্বব্যাপী লক্ষ লক্ষ সমর্থক ফ্র্যাঞ্চাইজির প্রতি রাহুলের অক্লান্ত সেবার জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ জানায়।”
উল্লেখ্য, ভারতকে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতালেও গত আইপিএলে রাহুলের তত্ত্বাবধানে একেবারেই ছাপ ফেলতে পারেনি রাজস্থান রয়্যালস। ১০ ম্যাচে মাত্র ৪ টিতে জিতে চেন্নাই সুপার কিংসের ঠিক ওপরে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে ছিল দলটি। এই কারণেই ফ্র্যাঞ্চাইজি তাঁকে আরও বড় দায়িত্ব দিতে চাইলেও দ্রাবিড় সরে দাঁড়ালেন বলে মনে করা হচ্ছে।