শুক্রবার দলীপ ট্রফিতে নয়া ইতিহাস রচনা করেছেন জম্মু ও কাশ্মীরের জোরে বোলার আকিব নবী। কপিল দেবের ৪৭ বছরের রেকর্ড কার্যত ভেঙে দিয়ে পূর্বাঞ্চলের বিরুদ্ধে ৪ বলে ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি। দলীপ ট্রফির ইতিহাসে তিনিই প্রথম বোলার যিনি পর পর চারটি বলে চারটি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। সব মিলিয়ে হ্যাটট্রিকসহ নিয়েছেন মোট ৫ উইকেট।
দলীপ ট্রফিতে এর মাত্র দুজনই হ্যাটট্রিক করতে পেরেছিলেন। ১৯৭৮ সালে পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন কপিল দেব। এর পর পূর্বাঞ্চলের বিরুদ্ধেই ২০০১ সালে হ্যাটট্রিক ছিল সাইরাজ বহুতুলের। শুক্রবার বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্সে তৃতীয় ব্যক্তি হিসেবে নবী শুধু হ্যাটট্রিকেই আটকে থাকেননি। বরং আগের দুজনকে পিছনে ফেলে পর পর ৪ বলে ৪ উইকেট তুলে নেন। আন্তর্জাতিক ক্রিকেটে যে ঘটনা ইতিপূর্বে দেখা গেলেও দলীপ ট্রফির ইতিহাসে এই প্রথম।
পূর্বাঞ্চল ইনিংসের ৫৩ তম ওভারে হ্যাটট্রিক করেন ২৮ বছর বয়সী আকিব নবী। এই ওভারের শেষ তিনটি বলে বিরাট সিং, মনীষী এবং মুখতার হুসেনকে আউট করেন তিনি। এর পর পরের ওভারের প্রথম বলেই সূরয সিন্ধু জয়সওয়ালকে প্যাভিলিয়নে পাঠিয়ে পর পর ৪ বলে ৪ উইকেট তুলে নেওয়ায় নজিরটি গড়ে ফেলেন নবী। সেই সঙ্গে ভেঙে দেন কপিল দেবের ৪৭ বছরের পুরনো রেকর্ডও। সার্বিকভাবে ১০.১ ওভার বল করে ২৮ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ২০২০ সালে জম্মু ও কাশ্মীরের হয়ে রনজি ট্রফিতে অভিষেক হয় নবীর। সেই মরশুমে মাত্র ৭ টি ম্যাচে মোট ২৪ উইকেট নিয়ে সকলের নজরে এসেছিলেন তিনি। যদিও এর পরের দু’বছরে রাজ্য দলের হয়ে একটি প্রথম শ্রেণীর ম্যাচেও অংশ নেওয়া হয়নি তাঁর। এ সময় মনে করা হচ্ছিল, লাল বলের ক্রিকেট থেকে হয়ত হারিয়েই যাচ্ছেন নবী। তবে গত মরশুমে ৯ ম্যাচে ১৩.০৮ গড়ে ৪৯ উইকেট নিয়েছিলেন নবী। আর এ বার তাঁরই সৌজন্যে দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে পূর্বাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৭৫ রানের লিড পেয়েছে উত্তরাঞ্চল। উত্তরাঞ্চলের ৪০৫ রানের জবাবে পূর্বাঞ্চল গুটিয়ে যায় ২৩০ -এই