এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে মূলপর্বে উঠে গেল কলকাতার ইস্টবেঙ্গল ক্লাব। রবিবার কম্বোডিয়ায়, গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে, হংকং-এর কিটচি এফসির সঙ্গে ১-১ গোলে খেলা শেষ করেছে লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের প্রথমার্ধেই সঙ্গীতা বাসফোরের গোলে এগিয়ে যায় মশাল বাহিনী। বিরতিতে সমতা ফিরিয়েছে হংকং-এর ক্লাব দলটি।
গ্রুপ ই-তে থাকা ভারতের ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচে কম্বোডিয়ার নম পেন ক্রাউনকে ১-০ গোলে হারিয়েছে। ১টি জয় এবং ১টি ড্রয়ের সুবাদে নতুন ফরম্যাটের এএফসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের মূলপর্বে উঠল কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব দল। কারণ নম পেন ক্রাউন এবং কিটচি এফসির ম্যাচটিও ৩-৩ গোলে শেষ হয়েছিল।
বিদেশের মাঠে ফের মশাল বাহিনীর দাপট। দাপট তাদের মহিলা ফুটবল ব্রিগেডের। রবিবার এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন লিগের গ্রুপ পর্বের খেলা শেষ করল সংশয়াতীত প্রাধান্য বজায় রেখে। কম্বোডিয়ার মাঠে প্রথম ম্যাচের মতোই এদিনও ছিল একরকম অপ্রতিরোধ্য। প্রতিপক্ষ কিটচি এফসি শেষ পর্বে অলআউটে উঠলেও লাল-হলুদের জমাট ডিফেন্সে ফাটল ধরাতে পারেনি।
ইস্টবেঙ্গল কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ তাদের প্রথম অ্যাওয়ে ম্যাচে শুরুর দিকে রক্ষণাত্মক ফুটবল খেলার নির্দেশ দিয়েছিলেন। এদিন কিন্তু তাঁর নির্দেশেই শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে গোটা দল। আর তারই সুবাদে ম্যাচের ৯ মিনিটে এসেছে কাঙ্ক্ষিত গোল। লাল-হলুদ ব্রিগেডের গোলমেশিন ফাজিলা ইকওয়াপুটের বাড়ানো পাস কিটচির জালে জড়িয়ে দিতে ভুল করেননি সঙ্গীতা বাসফোর। ১-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।
প্রথমার্ধে শুধু গোল করাই নয়, গোটা মাঠ জুড়েই খেলেছেন সঙ্গীতা বাসফোর। বস্তুতপক্ষে কম্বোডিয়ার মাঠে যুযুধান দুটি দলের ফুটবলারদের মধ্যে তিনিই ছিলেন নজরকাড়া। দেশকে এএফসি চ্যাম্পিয়নশিপের মূলপর্বে তোলার পর এদিন তাঁর গোলেই মূলপর্বে উঠল ইস্টবেঙ্গল।
বিরতির পর ম্যাচের ৫৯ মিনিটে সমতা ফিরিয়েছেন কিটচি এফসির হো মুই মেই। মূলপর্বে ওঠার লড়াইতে জয় ছিনিয়ে নিতে শেষপর্বে একরকম অলআউট আক্রমণে উঠেছিল হংকং-এর ক্লাব দলটি। শেষের দিকে গোটা ইস্টবেঙ্গল টিম ডিফেন্স আরও জমাট করতে নিজেদের বক্সে নেমে আসে। কিটচির মরিয়া লড়াই তাই গোলের পথ খুঁজে বের করতে পারেনি। মিনিট তিনেকের ইনজুরি টাইমের খেলার পর ১-১ গোলে শেষ হয়েছে ইস্টবেঙ্গল বনাম কিটচি এফসির গ্রুপ পর্বের ম্যাচ।
ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন : পান্থোই, সরিতি, অবিনা, মাউরিন, লেপচা, সিল্কি, সঙ্গীতা, রেস্টি, সুলঞ্জনা (নবাবি), ফাজিলা