পুরুষদের এশিয়া কাপ হকিতে সুপার ফোরে উঠে গেল ভারত। রবিবার রাজগির হকি স্টেডিয়ামে হরমনপ্রীত সিং-এর ভারত ৩-২ গোলে হারাল জাপানকে। প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে হ্যাটট্রিকের পর, এদিন জাপানের বিরুদ্ধেও ২ টি গোল করেছেন মেন ইন ব্লুর ক্যাপ্টেন হরমনপ্রীত সিং। ভারতের বাকি গোল মনদীপ সিং-এর করা। গ্রুপের প্রথম ম্যাচে ভারত ৪-৩ গোলে চিনকে হারিয়েছে। সোমবার এ গ্রুপে নিয়মরক্ষার শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ কাজাখস্তান।
রবিবার রাজগির স্টেডিয়ামে অধিনায়ক হরমনপ্রীতের পাশাপাশি নজর কেড়েছেন গোলরক্ষক কৃষ্ণ বি পাঠক। পাঠক এদিনই ১৫০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন। জাপানের বিরুদ্ধে প্রথম কোয়ার্টারের পাঁচ মিনিটের মধ্যে দু- দুটি দ্রুত গোল করেছে ভারত। সুখজিৎ সিং বেসলাইনে বল সংগ্রহ করে আগুয়ান মনদীপ সিংকে পাস দেন। মনদীপ তাঁর মার্কারকে টপকে বল জালে ঢোকান।
১-০ গোলে এগিয়ে থাকা ভারতের দ্বিতীয় গোলটি এসেছে পেনাল্টি কর্নার থেকে। দুটি রিটেকের পর, অধিনায়ক হরমনপ্রীত সিং-এর পাওয়ারফুল শট জাপানি গোলরক্ষকের পরাস্ত করেছে। এই পর্বে জাপান পেনাল্টি কর্নার পেলেও তা থেকে গোল করতে পারেনি।
দ্বিতীয় কোয়ার্টারে সমতায় ফিরতে চেয়ে জাপান আক্রমণাত্মক খেলেছে। তবে ভারতের জমাট ডিফেন্স জাপানের গোলমুখী শট রুখে দেয়। গোললাইন সেভও করেছেন ভারতের ডিফেন্ডাররা। মরিয়া জাপান পেনাল্টি কর্নারও আদায় করেছিল। কিন্তু তা থেকে গোল হয়নি। ভারতের পাওয়া পেনাল্টি কর্নার থেকে গোল করতে পারেননি অমিত রোহিদাস।
তৃতীয় কোয়ার্টারে জাপানের কোসেই কাওয়াবে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ২-১ করেন। সমতা ফেরাতে জাপান তারপরই দ্রুতগতিতে খেলতে থাকে। তখন বল নিয়ন্ত্রণে রেখে ম্যাচের গতি ধীর করেছে ভারত। তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার ঠিক আগে, ভারত পেনাল্টি কর্নার আদায় করে নেয়। যা থেকে ফের গোল করেছেন অধিনায়ক হরমনপ্রীত সিং। ৩-১ গোলে এগিয়ে যায় ভারত।
শেষ কোয়ার্টারে জাপান শুরুতেই একটি পেনাল্টি কর্নার আদায় করেছিল। ভারতীয় গোলরক্ষক সুরজ কারকেরা পরপর দুটি দুর্দান্ত সেভ করেন। খেলার শেষ মিনিটে, কাওয়াবে তাঁর দ্বিতীয় গোলটি করে ব্যবধান ৩-২ করেছেন। শেষ পর্বের খেলায় হরমনপ্রীত হলুদ কার্ড দেখেছেন। ১০ জনের ভারতকে পেয়েও সমতা ফেরাতে পারেনি জাপান। শেষ পর্যন্ত ৩-২ গোলেই জাপানকে হারিয়ে গ্রুপ পর্ব থেকে সুপার ফোরে উঠে যায় হরমনপ্রীতের ভারত।