মধ্যপ্রদেশের এক ব্যক্তি বৃন্দাবনের এক আশ্রমের মহন্তের বিরুদ্ধে যৌন নির্যাতন ও ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেলের অভিযোগ এনেছেন। শনিবার পুলিশের এক কর্মকর্তা এ তথ্য জানান।
মথুরার এসএসপি ঘটনাটির তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী, ২০২২ সালের ২২ নভেম্বর আশ্রমে থাকার সময় মহন্ত তাঁকে প্রসাদের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে যৌন নির্যাতন করেন। এরপর সেই ঘটনার ভিডিয়ো দেখিয়ে হুমকি দেওয়া হয়। ভুক্তভোগীর অভিযোগ, প্রতিবাদ করলে তাঁকে মারধরও করা হয়। পরে তিনি আশ্রম থেকে পালিয়ে নিজের বাড়িতে ফিরে যান।
প্রথমে ওই ব্যক্তি আগ্রা রেঞ্জের ডিআইজি-র কাছে অভিযোগ করেন। পরে তাঁকে মথুরার এসএসপি-র কাছে পাঠানো হয় এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এসএসপি সদর সার্কেলের সিও সন্দীপ কুমার সিং-কে তদন্তের দায়িত্ব দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভুক্তভোগীর অভিযোগ অত্যন্ত গুরুতর। তবে ঘটনাটি প্রায় তিন বছর আগের হওয়ায় তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ করা হবে।
