সম্প্রতি রাহুল গান্ধীকেই বিরোধী ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ হিসাবে উল্লেখ করেছিলেন। এবার নিজেকে বিহারের মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে উল্লেখ করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। কংগ্রেসের ‘ভোটার অধিকার যাত্রা’-র শেষ পর্যায়ে রাহুল গান্ধী ও অখিলেশ যাদবের উপস্থিতিতে তিনি জানান, বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তিনিই। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে কটাক্ষ করে বলেন, “এটা নকল সরকারের মতো। আমাদের আসল মুখ্যমন্ত্রী চাই, নকল নয়।”
বিহারের আরাতে এক সমাবেশে তেজস্বী বলেন, “এটা কি নকল সরকার নয়? আমাকে নকল করছে না? তেজস্বী সামনে, সরকার পেছনে। আপনারা কি নকল মুখ্যমন্ত্রী চান, না আসল?”
তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, “বিজেপি ভয় পেয়ে গেছে। তাই তেজস্বীর ভিশন কপি করতে চাইছে। কিন্তু এখনও অনেক কিছু বাকি আছে, যা আমরা নির্বাচন ঘোষণার পর বলব। গোটা বিহার বলছে, আমাদের আসল মুখ্যমন্ত্রী চাই, নকল নয়।”
তেজস্বী যাদব বর্তমানে লালু প্রসাদের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে আরজেডিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ২০২০ সালের বিধানসভা নির্বাচনে আরজেডি সবচেয়ে বড় দল হয়েছিল। সেসময় তিনি স্বল্প সময়ের জন্য নীতীশ কুমারের উপমুখ্যমন্ত্রীও ছিলেন। পরে নীতীশ ফের বিজেপি শিবিরে চলে আসেন।
২০২৫ সালের বিধানসভা নির্বাচন মহাগঠবন্ধনের (আরজেডি,কংগ্রেস,বাম দল ও সপা) কাছে গুরুত্বপূর্ণ। তাদের লক্ষ্য নীতীশ কুমারকে ক্ষমতা থেকে সরানো। নীতীশ ২০১৫ সাল থেকে মুখ্যমন্ত্রী পদে আসীন এবং এবারেও আনুষ্ঠানিক ঘোষণা না করলেও তাঁকেই এনডিএ-র মুখ্যমন্ত্রী পদের দাবিদার করার সম্ভাবনা প্রবল।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কংগ্রেস এখনও আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেয়নি, তবুও ছোট শরিক হওয়ায় আরজেডির পক্ষে মত দেওয়ার সম্ভাবনা প্রবল।
গত সপ্তাহে রাহুল গান্ধী সরাসরি এই প্রশ্ন এড়িয়ে যান। তিনি বলেন, “ইন্ডিয়া জোট শরিকরা সকলেই পারস্পরিক সম্মান নিয়ে একসঙ্গে কাজ করছে। একসঙ্গে লড়ব, ভাল ফল হবে।”
যদিও সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব আগেই ঘোষণা করেছেন, আগামী সরকার গড়বেন তেজস্বী যাদব।
