“একটা ছক্কা বিশ্বকাপ জেতায়নি!” ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জয় প্রসঙ্গে বলেছিলেন গৌতম গম্ভীর। ইঙ্গিতটা ছিল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দিকে। নুয়ান কুলশেখরার বলে যাঁর জয়সূচক ছক্কাতেই ঘটেছিল ২৮ বছরের অপেক্ষার অবসান। টিম ইন্ডিয়ার বর্তমান হেডস্যার বারবার বিভিন্ন জায়গায় এই মন্তব্যটি করে ধোনি-সমর্থকদের সমালোচনা কুড়িয়েছেন সামাজিক মাধ্যমে। আর এবার সেই বিতর্ক আরও একটু খুঁচিয়ে দিলেন ২০১১ বিশ্বজয়ের অন্যতম শরিক তথা ধোনির অত্যন্ত স্নেহভাজন সুরেশ রায়না।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন চেন্নাইবাসীর প্রিয় ‘চিন্নাথালা’। সেখানে তাঁকে নাম না করে গম্ভীরের উক্ত কমেন্ট এবং ২০১১ বিশ্বজয় নিয়ে প্রশ্ন করেন উপস্থাপক। রায়নাকে বলা হয়, “বিশ্বকাপ জেতার পর আমরা দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে অনেক কিছু শুনেছি। যা নিয়ে চর্চা আজও অব্যাহত। এখনও বিভিন্ন সাক্ষাৎকারে মানুষ আপনাকে ধোনির ছক্কা বিশ্বকাপ জিতিয়েছে কি না তা নিয়ে প্রশ্ন করে।” এর জবাবে এক কথাতেই যাবতীয় তর্ক-বিতর্কের অবসান ঘটিয়ে দিয়েছেন রায়না।
রায়না বলেন, “ওই ছক্কার পরই যে আমরা বিশ্বকাপ জিতেছিলাম তা সকলেই জানে।” যদিও এতেই শেষ নয়। ধোনির ছক্কার পর ভারত বিশ্বকাপ জিতছে দাবি করলেও শিরোপা জয়ের কৃতিত্ব একমাত্র ক্যাপ্টেনকে দেননি রায়না। বরং তাঁর কথায়, “যে যাই বলুক না কেন, ভারতীয় দল বিশ্বকাপ জিতেছে। সকল খেলোয়াড়ই জানেন যে, এই বিশ্বকাপ টিম ইন্ডিয়ার জন্য। যাঁরা আমাদের জন্য প্রার্থনা করেছিলেন তাদের জন্য। এবং শচীন পাজির জন্যও। যিনি আগে ৬ টি বিশ্বকাপ খেলেও জিততে পারেননি। এই জয় আমাদের কোচ, সাপোর্ট স্টাফ, মানেক কাকা (ম্যাসেজ), প্রশিক্ষক, চিকিৎসক, অধিনায়ক, সহ-অধিনায়ক এবং এমনকি আমাদের শৈশব কোচ, সকলের জন্যই ছিল।”
গৌতম গম্ভীর এক দিকে যেমন ধোনিকে বিশ্বজয়ের কৃতিত্ব দিতে চাননি। তেমনিই প্রায় পুরো কৃতিত্বই দিয়েছিলেন যুবরাজ সিংকে। যিনি নিজের শরীরে মারণ ক্যানসার নিয়েও ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন গোটা প্রতিযোগিতা জুড়ে। সু্রেশ রায়নাও অবশ্য এই বিষয়ে দ্বিমত নন। গম্ভীরের মতো তিনিও বিশ্বজয়ের কৃতিত্ব দিয়েছেন যুবিকে। বলেন, “পুরো টুর্নামেন্টটা দুর্দান্ত ছিল। কিন্তু আমার মনে হয়, যুবরাজ সিংয়ের কারণেই আমরা জিতেছি। যেভাবে তিনি ব্যাট করেছেন। যেভাবে তিনি ফিল্ডিং করেছেন, এবং যেভাবে তিনি একের পর এক সাফল্য এনে দিয়েছেন। পরে আমরা জানতে পারি যে তিনি ক্যানসারে আক্রান্ত। মানুষটিকে অভিনন্দন। তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন।”