স্মল হেড – ভারতে আসছেন না ট্রাম্প?
ট্রাম্প জামানায় ক্রমেই কি তলানিতে পৌঁছে যাচ্ছে ভারত-মার্কিন সম্পর্ক? অন্তত সাম্প্রতিক নানা ঘটনা তেমনই ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যেমের প্রতিবেদন উল্লেখ করে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, চলতি বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে কোয়াড সম্মেলনে যোগ দিতে ট্রাম্পের ভারত সফর করার কথা থাকলেও, তা সম্ভবত হচ্ছে না। তবে এ নিয়ে এখনও নয়াদিল্লি বা ওয়াশিংটনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
প্রথমদিকে ধারণা করা হয়েছিল, কোয়াড সম্মেলনে ট্রাম্পের আসার সময় দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা একটা উল্লেখযোগ্য সহমতের জায়গায় পৌঁছবে। ফেব্রুয়ারিতেই ভারত–আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনায় বসেছিল। কিন্তু ভারতের রুশ তেল কেনা নিয়ে ট্রাম্পের আপত্তি এবং অতিরিক্ত শুল্ক আরোপের জেরে সে আলোচনা ধাক্কা খায়। ট্রাম্পের ৫০% শুল্ক চাপানোর তীব্র বিরোধিতা করে দিল্লি। এরপর গত ২৫ অগস্ট নির্ধারিত বৈঠকের কথা থাকলেও প্রতিনিধিদল পাঠায়নি আমেরিকা। ভারতের বাণিজ্য মন্ত্রক সূত্রে জানানো হয়, অতিরিক্ত শুল্কের পরিস্থিতিতে বাণিজ্য আলোচনা কার্যত অচল।
এমন যখন পরিস্থিতি তখন সামনে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের আর একটি রিপোর্ট। তাতে বলা হয়েছে গত ১৭ জুনের এক টেলিফোন কলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নোবেল শান্তি পুরস্কারের মনোনয়নে ভারতের সমর্থন চান। ট্রাম্প দাবি করেন, ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে তার ভূমিকা ছিল মুখ্য। কিন্তু মোদি পাল্টা জানান, পরিস্থিতি দুই দেশের মধ্যে সরাসরি সমাধান হয়েছে এবং এক্ষেত্রে আমেরিকার হস্তক্ষেপের কোনও ভূমিকা নেই। আর এই মতপার্থক্যই দুই নেতার সম্পর্কে ভাঙনের সূত্রপাত ঘটায়। দুই বন্ধু দেশের এই সম্পর্কের অবনতির জেরেই প্রেসিডেন্ট ট্রাম্প এ বছর কোয়াড সম্মেলনের জন্য ভারতে নাও আসতে পারেন।