শনিবার রাজস্থান রয়্যালসের হেড কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কোচ রাহুল দ্রাবিড়। গত বছর ভারতীয় দলের প্রধান কোচ দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর রয়্যালসের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয় দ্য ওয়ালকে। কিন্তু তাঁর প্রথম মরশুমে চূড়ান্ত ব্যর্থ দল। ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৪ টিতে জিতে পয়েন্ট তালিকার নবম স্থানে এ বছরের আইপিএল শেষ করে রাজস্থান রয়্যালস। এর পরই পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দ্রাবিড়।
এ দিকে এরই মাঝে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের দাবি, রয়্যালস ফ্র্যাঞ্চাইজি থেকে এক প্রকার বিতাড়িতই হতে হয়েছে দ্রাবিড়কে। শনিবার মিঃ ডিপেন্ডেবলের ইস্তফার খবর সামনে আনার পাশাপাশি রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে এও জানানো হয়েছিল যে, সম্প্রতি আরও বড় দায়িত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল হেড কোচকে। কিন্তু সে প্রস্তাব ফিরিয়ে দেন দ্রাবিড়। ডি ভিলিয়ার্সের ধারণা, হয়ত এ কারণেই এক প্রকার বিতাড়িত করা হয়েছে দ্রাবিড়কে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি অনুষ্ঠানে হাজির হয়ে মিঃ ৩৬০ ডিগ্রি বলেন, “আমার কাছে মনে হচ্ছে, এটা সম্ভবত ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তারা তাঁকে (দ্রাবিড়কে) দলে আরও বড় ভূমিকার প্রস্তাব দিয়েছিল। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। কারণ, তিনি হয়ত ডাগআউটেই থাকতে চেয়েছিলেন। কিন্তু এতে সম্ভবত বিরক্ত হয় ম্যানেজমেন্ট। যদিও আমি এ বিষয়ে নিশ্চিত নই। ভবিষ্যতে দ্রাবিড় যদি এ বিষয়ে কখনও মুখ খোলেন, একমাত্র তখনই জানতে পারব আমরা।” এই প্রসঙ্গে ফুটবলের উদাহরণও টেনেছেন এবি।
তাঁর কথায়, “কখনও কখনও আপনি এটা প্রিমিয়ার লিগ বা ফুটবল লিগেও দেখতে পাবেন। যেখানে ম্যানেজার এবং কোচদের উপর সব সময় ট্রফি ঘরে আনার জন্য প্রচণ্ড চাপ থাকে। একবার তাঁরা সেটা না করতে পারলে মালিকপক্ষের কথা শুনতে হয়। যদিও এ বিষয়টি সঠিক জানা নেই আমার। তবে এটা অনেকটা এমনই শোনাচ্ছে যে, বৃহত্তর দায়িত্ব নিতে রাজি না হওয়ার কারণেই বিতাড়িত করা হচ্ছে দ্রাবিড়কে। তবে আসল ঘটনা অন্য রকমও হতে পারে। হয়ত বিগত মরশুমের ব্যর্থতা ঝেড়ে ফেলে এগিয়ে যেতে চায় রাজস্থান রয়্যালস।”
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ডেয়ার ডেভিলসে খেলা এবি অবশ্য এও জানিয়েছেন, যে লেগ্যাসি দ্রাবিড় তাঁর ফ্র্যাঞ্চাইজিতে রেখে যাচ্ছেন তা বহন করা সহজ হবে না। সেই সঙ্গে গত নিলামে জস বাটলারের মতো তারকাদের ছেড়ে দেওয়ার জন্য রাজস্থান কর্তৃপক্ষের কিছুটা সমালোচনাও করেছেন তিনি। বলেন, “এটি ভুল ছিল। আপনি একজন দুজনকে ছেড়ে দিতে পারেন। কিন্তু ওরা একসঙ্গে অনেককে ছেড়ে দিয়েছিল।”
