কলকাতা বিমানবন্দরে নতুন টার্মিনাল কবে?
গোটা দেশের সঙ্গে কলকাতা বিমানবন্দরেও যাত্রী সংখ্যা ক্রমশই বাড়ছে। ভিড় সামাল দিতে বাড়ছে উড়ানের সংখ্যাও। তাই প্রতিটি বিমান যাতে নির্দিষ্ট সময় ওঠানামা করতে পারে সেজন্য কলকাতা বিমানবন্দরে পার্কিং বে-র সংখ্যা প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। জানা গিয়েছে, আগামী ৮ বছরের মধ্যে কলকাতার বিমানবন্দরে পার্কিং বে-র সংখ্যা প্রায় দ্বিগুণ হবে।
কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, যাত্রীস্বাচ্ছন্দ্যকেই তাঁরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। এজন্য বিমানবন্দরের আধুনিকীকরণের কাজ যেমন চলছে তেমনই বিমানবন্দরের এলাকা বাড়ানোর চেষ্টা চলছে। বর্তমানে কলকাতা বিমানবন্দরের অপারেটিং এরিয়ার আয়তন ২৪ লক্ষ স্কোয়্যার ফিট। আগামী ৮ বছরের মধ্যে সেটা বাড়িয়ে ৪০ লক্ষ স্কোয়্যার ফিট করার চিন্তাভাবনা রয়েছে। পাশাপাশি বিমানের পার্কিং বে-র সংখ্যাও বাড়ানো হবে। বর্তমানে কলকাতা বিমানবন্দরে ৭৩টি পার্কিং আছে। চলতি বছরে আরও নতুন দুটি পার্কিং চালু হলে সেই সংখ্যা গিয়ে পৌঁছবে ৭৫। আগামী পাঁচ বছরে আরও ১০টি নতুন পার্কিং বে তৈরি করা হবে। ২০৩২ সালে ১৯ টি এবং ২০৩৩ সালে আরও ২৮টি পার্কিং বে তৈরি করা হবে। এর ফলে ২০৩৩ সালে কলকাতা বিমানবন্দরে পার্কিং বের সংখ্যা বেড়ে হবে ১৩২। বিমানগুলি যাতে নির্দিষ্ট সময় মেনে চলাচল করতে পারে এবং কোনও সমস্যা হলে সংশ্লিষ্ট বিমানকে যাতে পাশে সরিয়ে নেওয়া যাওয়া যায় তার জন্যই পার্কিং বে বাড়ানোর সিদ্ধান্ত। একই সঙ্গে আগামী পাঁচ বছরের মধ্যে বর্তমানের কার্গো কমপ্লেক্সকেও সরানো হবে। বর্তমান জায়গা থেকে সরিয়ে ভিআইপি রোডের পশ্চিম দিকে বিমানবন্দর কর্মীদের যে কোয়ার্টার রয়েছে সেদিকেই তৈরি করা হবে কার্গো কমপ্লেক্স। কার্গো কমপ্লেক্স স্থানান্তরিত করার কাজ শেষ হলে বিমানবন্দরের নতুন টার্মিনাল তৈরির কাজ অনেক সোজা হয়ে যাবে। একই সঙ্গে পার্কিং বে তৈরির কাজে সুবিধা হবে। বর্তমানে কলকাতা বিমানবন্দরের এয়ারপোর্ট টার্মিনাল ২.৪ মিলিয়ন স্কোয়্যার ফিট জায়গার উপর রয়েছে। ২০৩৩ সালের মধ্যে যা বাড়িয়ে ৪ মিলিয়ন স্কোয়্যার ফিট করা হবে। দুই পর্যায়ে এই কাজ সম্পন্ন করা হবে বলে জানা গিয়েছে।