এতটুকু ভাটা পড়েনি তাঁর জনপ্রিয়তায়। টি-২০ আর টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। গত আইপিএল-এর পর থেকে বাইশ গজেও নেই। তবুও ৩৮ পার করা রোহিত গুরুনাথ শর্মাকে হাতের নাগালে পেলে ঘিরে ধরে গুণমুগ্ধের দল। লেন্সবন্দি করতে পিছু ছাড়েন না চিত্র সাংবাদিকরা। সেলিব্রিটি সূত্রে ব্যক্তিগত মুহূর্তও উঠে আসে সমাজমাধ্যমে।
সম্প্রতি ব্যাঙ্গালোরে ফিটনেস টেস্ট সসস্মানে উতরে মুম্বই ফেরার সময় তেমনই এক মুহূর্ত তৈরি হয়েছিল মুম্বই এয়ারপোর্টে। পিছু নেওয়া চিত্র সাংবাদিকদের সঙ্গে তাঁর কথোপকথন সমাজ মাধ্যমে আসতেই ভাইরাল হয়েছে ৩৫ সেকেন্ডের সেই ভিডিও ক্লিপ।
রোহিতের প্রশ্ন, তার জবাব এবং সেই প্রেক্ষিতে প্রাক্তন ভারত অধিনায়কের মন্তব্য রীতিমতো তারিয়ে তারিয়ে উপভোগ করছেন নেট নাগরিকরা।
গোল গলার কালো টি শার্ট ও একই রঙের প্যান্ট, হাতে ট্রলি ব্যাগ নিয়ে হেঁটে বেরিয়ে যাচ্ছেন রোহিত। তাঁর কিছুটা পেছনে বিমানবন্দরের নিরাপত্তা রক্ষী ও কর্মীরা। পার্কিং লটে থাকা গাড়ির দিকে হেঁটে চলা রোহিতকে সেই সময়ই পাকড়াও করেছেন পাপারাজ্জিরা। আচমকা তাঁদের দেখে অপ্রস্তুত রোহিত বলেন, “Who are you, brothers?”। উত্তর আসে, “Sir, paparazzi,” ক্ষণিকের সেই অপ্রস্তুত অবস্থা দ্রুত কাটিয়ে ফেলে হাঁটতে হাঁটতেই রোহিতের মন্তব্য, “তুম লোগ বহোত বড়ে লগ হো ভাই, তুম লগ কো কোই হাত নাহি লাগা সকতা।”
৩৮ পার করা ক্রিকেটার এই মুহূর্তে অক্টোবরে ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন মুম্বই-এর বাড়িতে থেকেই। তারই মাঝে বোর্ডের নির্দেশে ফিটনেস টেস্টও দিয়ে এলেন ব্যাঙ্গালোরে। ভারতের পরবর্তী ওয়ান ডে সিরিজ শুরু হবে অক্টোবরে। অস্ট্রেলিয়ায় ৩ ম্যাচের সিরিজে খেলা রয়েছে যথাক্রমে ১৯, ২৩ এবং ২৫ অক্টোবর। তবে ৩০ সেপ্টেম্বর, ৩ এবং ৫ অক্টোবর কানপুরে অস্ট্রেলিয়া এ-এর বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচও রয়েছে। রোহিত শর্মা ভারত -এর হয়ে খেলবেন কিনা তা এখনও চূড়ান্ত হয়নি।
গত বছরের জুনে টি-২০ বিশ্বকাপ জয়ের পর, তিনি আন্তর্জাতিক স্তরের সবচেয়ে ছোট ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন। চলতি বছর মে মাসে টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেন।রোহিত অবসর নেওয়ার পরপরই শুভমান গিলকে বেছে নেওয়া হয় নতুন টেস্ট অধিনায়ক হিসেবে। ইংল্যান্ড সফরে রোহিত শর্মা এবং বিরাট কোহলি না থাকলেও, গিলের নেতৃত্বে ২-২ ব্যবধানে টেস্ট সিরিজ শেষ হয়েছে। অধিনায়কর গিল টেস্ট সিরিজে সর্বোচ্চ রান করার কৃতিত্বও দেখিয়েছেন।
এই মূহুর্তে জাতীয় ক্রিকেট দল আসন্ন এশিয়া কাপের জন্য প্রস্তুতিতে মগ্ন। আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে হবে টি-২০ ফরম্যাটের এশিয়া কাপ। সূর্যকুমার যাদব উপ মহাদেশীয় এই ইভেন্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। আর শুভমান গিল রয়েছেন ভারতের সহ-অধিনায়ক হিসেবে ।
