আবারও ভক্তদের মন জয় করলেন বলিউড সুপারস্টার সলমন খান। সম্প্রতি তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে পরিবারের সঙ্গে ধুমধাম করে গণেশ বিসর্জন উদযাপন করছেন তিনি।
ভিডিয়োতে সলমনকে দেখা যায়, বৃষ্টিকে উপেক্ষা করে ঢাক-ঢোলের তালে নাচছেন নিজের বোন আলভিরা এবং ছোট্ট ভাগ্নি আয়াতকে কোলে নিয়ে। চারপাশে জমে ওঠে আনন্দঘন পরিবেশ।
প্রতিবছরের মতো এই বছরও সলমনের ছোট বোন অর্পিতা খান শর্মা-র বাড়িতেই গণপতি দেবের পুজোর আয়োজন করা হয়েছিল। সেই উপলক্ষে বিসর্জন শোভাযাত্রায় হাজির ছিলেন পরিবারের প্রায় সকলে, আলভিরা অগ্নিহোত্রি, অর্পিতা খান শর্মা-সহ আরও অনেকে।
ভিডিয়োতে দেখা যায়, সলমন একদিকে বোন আলভিরার সঙ্গে নাচছেন, অন্যদিকে ভাগ্নি আয়াতকে বুকে জড়িয়ে স্নেহভরে দুলছেন সুরের তালে। পেছনে বাজছে ঢাক-ঢোল, আর ভক্তদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে, “গণপতি বাপ্পা মোরিয়া”।
বৃষ্টি সত্ত্বেও শোভাযাত্রার উৎসাহ একটুও কমেনি। পরিবারের উচ্ছ্বাস, সঙ্গীত আর ভক্তদের আনন্দে ভরে ওঠে বিসর্জনের মুহূর্ত।
প্রসঙ্গত, সলমন খান শেষবার বড় পর্দায় দেখা দিয়েছিলেন ‘সিকান্দার’ ছবিতে। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন তাঁর নতুন প্রজেক্ট ‘ব্যাটল অব গালওয়ান’-এর প্রস্তুতিতে। এই যুদ্ধভিত্তিক ছবিতে ২০২০ সালের গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চিনা সেনাদের সংঘর্ষের কাহিনী ফুটে উঠবে। ছবিতে চিত্রাঙ্গদা সিং-সহ আরও বহু পরিচিত অভিনেতা অভিনয় করবেন।
Salman Khan, Ganpati Visarjan, Ayat, Alvira, Arpita Khan Sharma, Viral Video, Ganesh Immersion, Bollywood Actor, Sikandar, Battle of Galwan