শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ক্রমশ সামনে আসছে তৃণমূলের একের পর এক নেতা মন্ত্রীদের ছেলে ও আত্মীয়দের নাম। গত শনিবার সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করে এসএসসি। ওই তালিকায় নাম রয়েছে বারাসত ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বারাসত ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষের ছেলের। জানা গিয়েছে, বারাসত ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইছাহক সর্দারের ছেলে মহম্মদ নাজিবুল্লাহর নাম রয়েছে অযোগ্যদের তালিকায়। অযোগ্যদের তালিকায় নাম রয়েছে নিউ ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাসের মেয়েরও। অযোগ্যদের তালিকায় নাজিবুল্লাহর নাম থাকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের অভিযোগ, তৃণমূলের সব নেতা-মন্ত্রীর আত্মীয়-স্বজনরা এভাবেই দুর্নীতি করে চাকরি পেয়েছেন। সে কারণেই সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে ২৬ হাজার মানুষের চাকরি বাতিল করেছে।
তবে এই অযোগ্যদের তালিকায় নাম থাকার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নাজিবুল্লাহ। তাঁর প্রশ্ন, কীসের ভিত্তিতে এসএসসি এই তালিকা বের করল? স্কুল সার্ভিস কমিশন আদালতে একাধিকবার বলেছে, তাদের ওএমআর শিট নষ্ট হয়ে গেছে। তাহলে তারা কীসের ভিত্তিতে এই অযোগ্যদের তালিকা তৈরি করল? বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হবেন বলেও স্পষ্ট জানিয়েছেন নাজিবুল্লাহ। অন্যদিকে বিষয়টি আদালতের বিচারাধীন বলে মন্তব্য এড়িয়ে গিয়েছেন ইছাহক। তিনি জানিয়েছেন, অযোগ্যদের তালিকায় শুধু যে তাঁর ছেলের নাম উঠেছে তা নয়। আরও অনেকেই অযোগ্য বলে প্রতিপন্ন হয়েছেন।
একই ঘটনা ঘটেছে নিউ ব্যারাকপুরে। সেখানেও নিউ ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাসের নাম রয়েছে অযোগ্যদের তালিকায়। শতাব্দী মাসুন্দা বয়েজ হাই স্কুলের শিক্ষিকা ছিলেন। তবে অযোগ্যদের তালিকায় নাম থাকা নিয়ে শতাব্দী বা তাঁর মা স্বপ্না বিশ্বাস কেউই কোনও প্রতিক্রিয়া দেননি।