অনুষ্কা শেঠির ভক্তদের জন্য হতাশার খবর। তাঁর নতুন ছবি ‘ঘাটি’ আগামী ৫ সেপ্টেম্বর, ২০২৫ মুক্তি পেতে চলেছে। ভক্তরা ভেবেছিলেন ছবির প্রচারে তাঁদের প্রিয় অভিনেত্রীকে দেখতে পাবেন। কিন্তু এখনও পর্যন্ত ছবির প্রচারে কোথাও অনুষ্কাকে দেখা যায়নি। এরই মধ্যে ছবির প্রযোজক রাজীব রেড্ডি প্রচারে নেমে বিভিন্ন সাক্ষাৎকার দিচ্ছেন।
‘ঘাটি’ একটি নারীকেন্দ্রিক চলচ্চিত্র। ছবিটির গল্প তৈরি হয়েছে ওড়িশা-অন্ধ্র সীমান্তের প্রেক্ষাপটে। এটি একটি গ্রাম্য ও প্রতিশোধমূলক ড্রামা। ছবিতে অনুষ্কাকে দেখা যাবে ‘ঘাটি’ চরিত্রে। পরিচালনা করেছেন কৃষ।
ভক্তদের প্রত্যাশা ছিল ছবির প্রচারে অনুষ্কা শেঠি অংশ নেবেন, কিন্তু নির্মাতারা নিশ্চিত করেছেন তিনি নিজেই প্রচারের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রসঙ্গে প্রযোজক রাজীব রেড্ডি বলেন, “এটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। যখন ছবির কাজ শুরু হয়, তখনই আমরা জানতাম তিনি কতটা সময় দিতে পারবেন। তিনি আগে থেকেই জানিয়েছিলেন যে প্রচারে আসবেন না, তাই আমরা সেইমতো প্রস্তুত ছিলাম। যদি কেউ প্রচারের প্রতিশ্রুতি দিয়ে না আসে, সেটা সমস্যা। কিন্তু অনুষ্কা আগেই জানিয়েছেন, তাই আমাদের সম্মান জানাতেই হবে।”
এর ফলে প্রযোজকও স্বীকার করেছেন, প্রধান চরিত্রকে ছাড়া ছবির প্রচার করা কঠিন হচ্ছে। এদিকে ছবিটি সম্প্রতি সেন্সর বোর্ডের সব কার্যক্রম শেষ করেছে। প্রচুর অ্যাকশন ও হিংসাত্মক দৃশ্য থাকা সত্ত্বেও ছবিটি ইউ/এ সার্টিফিকেট পেয়েছে। ছবির মূল দৈর্ঘ্য ২ ঘণ্টা ৩৭ মিনিট।
‘ঘাটি’-তে অনুষ্কা শেঠিকে দেখা যাবে শীলাবতী চরিত্রে। একজন নারীর শিকার থেকে অপরাধী হয়ে ওঠা, আর সেখান থেকে কিংবদন্তি হয়ে ওঠার অনুপ্রেরণামূলক যাত্রা কাহিনি ফুটে উঠবে এই ছবিতে।