পুজোয় মুক্তির আগে থেকেই বিতর্কে জড়ালেন অভিনেতা আবির চ্যাটার্জী। ফ্রেন্ডস কমিউনিকেশনের ‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবিকে ঘিরে তৈরি হয়েছে এই অস্বস্তিকর পরিস্থিতি। সোমবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে প্রযোজক ফিরদৌসুল হাসান ও পরিচালক অনিক দত্ত অভিযোগ তোলেন, ছবির নায়ক আবিরের তরফ থেকে তাঁরা প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন না।
প্রযোজক জানান, ২০২২–২৩ সালে আবিরের সঙ্গে ছবির চুক্তি হয়েছিল এবং ঠিক হয়েছিল পুজো ২০২৪-এ ছবিটি মুক্তি পাবে। কিন্তু আবিরের অনুরোধে সেই মুক্তি পিছিয়ে দেওয়া হয়। এবছরও তিনি চুক্তিগত সমস্যার কথা বলে প্রচারের জন্য সময় দিতে পারছেন না বলে অভিযোগ হাসানের।
আবির অবশ্য দাবি করেছেন, অনেক আগেই তিনি ফ্রেন্ডস কমিউনিকেশনকে জানিয়ে দেন যে তাঁর উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে পুজো রিলিজের চুক্তি রয়েছে। অভিনেতার কথায়,
“২০২২-এ আমার ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’, ২০২৩-’, ২০২৪-এ ‘বহুরূপী’ পুজোতে মুক্তি পেয়েছে। এবারএ ‘রক্তবীজ ২০২৫ সালের মার্চ-এপ্রিলে আমি ‘রক্তবীজ ২’-এর শ্যুটিং শেষ করেছি এবং সেটি পুজোতে মুক্তি পাবে। তাই যখন ‘যত কান্ড কলকাতাতেই’ মুক্তির কথা উঠল, আমি তখনই প্রযোজকদের জানিয়েছিলাম উইন্ডোজের সঙ্গে আমার পুজো রিলিজের চুক্তির কথা।”
তবুও, প্রযোজক হাসান স্পষ্টই বলেছেন,“একজন অভিনেতার উচিত নিজের ছবির প্রতি দায়িত্বশীল হওয়া। অতি প্রিয় অভিনেতা হিসেবে আবিরের কাছ থেকে আমি আরও পরিণত ব্যবহারের আশা করেছিলাম। আসলে, কোনও ছবির মূল্য শুধু প্রচার বা ব্যক্তিগত ব্যাপারে সীমাবদ্ধ নয়।”
আবির তাঁর পেশাদারিত্ব নিয়ে ওঠা প্রশ্ন খারিজ করে দিয়েছেন। তিনি মনে করিয়ে দেন, “২০১৭ সালে আমি নিজের আমেরিকা সফর সংক্ষিপ্ত করে এই একই প্রযোজনা সংস্থার অনিক দত্তর ছবি ‘মেঘনাদবধ রহস্য’-এর প্রচারে অংশ নিয়েছিলাম। আর ‘যত কান্ড কলকাতাতেই’ কি আগের পুজোতেই মুক্তির জন্য প্রস্তুত ছিল? ছবির শ্যুটিং শেষ হয়েছে ২০২৩ সালের নভেম্বরে। ডাবিং শেষ হয়েছে চলতি বছরের জুন মাসে। এমনকি সংশোধন ডাবিং-ও আমি ৩০ আগস্ট শেষ করেছি।”
আবির আরও বলেন, এর আগেও তিনি একদিনে দুটি ছবির মুক্তির অভিজ্ঞতা অর্জন করেছেন, ২০১৪ সালে ফেলুদা ও ব্যোমকেশ, ২০১৫ সালে ‘কাটমুণ্ডু’ ও ‘রাজকাহিনি’, ২০১৮ সালে ‘ব্যোমকেশ গোত্র’ ও ‘মনজদের অদ্ভুত বাড়ি’। তাঁর মতে, “একই দিনে একাধিক ছবি মুক্তি পাওয়া আসলে কোনো অভিনেতার পক্ষেই ভালো নয়। এতে দর্শক বিভক্ত হয়ে পড়েন।” সব মিলিয়ে, ‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবির পুজো রিলিজ নিয়ে বিতর্ক এখন তুঙ্গে।